অনলাইন ডেস্ক
ব্রিটেনে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। ফলে তাদের এখন ১৫০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৫৮৪ কোটি টাকা প্রায়) কর দিতে হবে। অন্যদিকে সরকারি বিদ্যালয়গুলোর বাজেট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বামপন্থী লেবার পার্টি সরকার ঘোষণা দিয়েছে, আগামী বুধবার থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হবে। এ থেকে পাওয়া কর সরকারি শিক্ষা ব্যবস্থার তহবিলে যুক্ত হবে।
গতকাল রোববার অর্থমন্ত্রী রেচেল রিভস এক বিবৃতিতে বলেন, ‘এখন সময় এসেছে, বিষয়গুলো ভিন্নভাবে করার। এই তহবিল আমাদের দেশের সরকারি বিদ্যালয়গুলোতে যাবে, যেখানে দেশের ৯৪ শতাংশ শিশু পড়াশোনা করে।’
বিগত বছরগুলোতে ব্রিটেনে শিক্ষার সুযোগে বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর টিউশন ফিতে ২০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) যুক্ত হবে। সে অর্থ সরকারি বিদ্যালয়গুলোতে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নে ব্যবহার করা হবে।
লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই নীতি। গত অক্টোবরে তাদের প্রথম বাজেটে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্টারমারের সরকার আশা করছে, ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে ১৫০ কোটি পাউন্ড রাজস্ব আসবে। পরবর্তীতে ২০২৯–৩০ সালের মধ্যে তা বেড়ে ১৭০ কোটি পাউন্ডে পৌঁছাবে। এ অর্থ দিয়ে সরকারি শিক্ষা খাতে ৬ হাজার ৫০০ নতুন শিক্ষক নিয়োগ করতে ব্যবহৃত হবে।
ব্রিটেনের বেসরকারি বিদ্যালয়গুলোর জোট ইনডিপেনডেন্ট স্কুল কাউন্সিল (আইএসসি) থেকে জানা যায়, বিদ্যালয়গুলোর প্রতি বছর টিউশন ফি থেকে আয় গড়ে ১৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭১ হাজার টাকা)। সরকারের কর অব্যাহতি বাতিলের পর এই ফি প্রায় ১০ শতাংশ বাড়বে।
শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, ‘উচ্চ ও বাড়তি মান শুধু তাদের জন্য হতে পারে না, যারা তা বহন করতে সক্ষম।’
অনেকে বলছেন, সরকারের এই পদক্ষেপে সরকারি বিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়বে। বাড়বে সরকারি খরচও।
তবে বিভিন্ন গবেষণা বলছে ভিন্ন কথা। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ বলছে, ২০৩০ সালের মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা আসলে কমে যাবে, কারণ জনসংখ্যা কমবে।
কিছু গবেষণায় উঠে এসেছে, কনজারভেটিভ পার্টির শাসনের ১৪ বছরে বেসরকারি ও সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য ব্যাপকভাবে বেড়ে গেছে।
ব্রিটেনে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। ফলে তাদের এখন ১৫০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৫৮৪ কোটি টাকা প্রায়) কর দিতে হবে। অন্যদিকে সরকারি বিদ্যালয়গুলোর বাজেট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বামপন্থী লেবার পার্টি সরকার ঘোষণা দিয়েছে, আগামী বুধবার থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হবে। এ থেকে পাওয়া কর সরকারি শিক্ষা ব্যবস্থার তহবিলে যুক্ত হবে।
গতকাল রোববার অর্থমন্ত্রী রেচেল রিভস এক বিবৃতিতে বলেন, ‘এখন সময় এসেছে, বিষয়গুলো ভিন্নভাবে করার। এই তহবিল আমাদের দেশের সরকারি বিদ্যালয়গুলোতে যাবে, যেখানে দেশের ৯৪ শতাংশ শিশু পড়াশোনা করে।’
বিগত বছরগুলোতে ব্রিটেনে শিক্ষার সুযোগে বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর টিউশন ফিতে ২০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) যুক্ত হবে। সে অর্থ সরকারি বিদ্যালয়গুলোতে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নে ব্যবহার করা হবে।
লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই নীতি। গত অক্টোবরে তাদের প্রথম বাজেটে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্টারমারের সরকার আশা করছে, ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে ১৫০ কোটি পাউন্ড রাজস্ব আসবে। পরবর্তীতে ২০২৯–৩০ সালের মধ্যে তা বেড়ে ১৭০ কোটি পাউন্ডে পৌঁছাবে। এ অর্থ দিয়ে সরকারি শিক্ষা খাতে ৬ হাজার ৫০০ নতুন শিক্ষক নিয়োগ করতে ব্যবহৃত হবে।
ব্রিটেনের বেসরকারি বিদ্যালয়গুলোর জোট ইনডিপেনডেন্ট স্কুল কাউন্সিল (আইএসসি) থেকে জানা যায়, বিদ্যালয়গুলোর প্রতি বছর টিউশন ফি থেকে আয় গড়ে ১৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭১ হাজার টাকা)। সরকারের কর অব্যাহতি বাতিলের পর এই ফি প্রায় ১০ শতাংশ বাড়বে।
শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, ‘উচ্চ ও বাড়তি মান শুধু তাদের জন্য হতে পারে না, যারা তা বহন করতে সক্ষম।’
অনেকে বলছেন, সরকারের এই পদক্ষেপে সরকারি বিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়বে। বাড়বে সরকারি খরচও।
তবে বিভিন্ন গবেষণা বলছে ভিন্ন কথা। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ বলছে, ২০৩০ সালের মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা আসলে কমে যাবে, কারণ জনসংখ্যা কমবে।
কিছু গবেষণায় উঠে এসেছে, কনজারভেটিভ পার্টির শাসনের ১৪ বছরে বেসরকারি ও সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য ব্যাপকভাবে বেড়ে গেছে।
আমরা নতুন বছর ২০২৫ সালে প্রবেশ করেছি। আর ঠিক এই সময়ে আমি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অস্থির ও কঠিন সময়গুলোর কথা ভাবছি। এক নির্জন-একাকী কারা কক্ষে বন্দী থেকে আমি দেখছি, কীভাবে আমার দেশ কঠোর স্বৈরশাসনের দখলে চলে গেছে। তবু, সব প্রতিকূলতার মাঝেও আমি পাকিস্তানি জনগণের দৃঢ় মনোবল ও ন্যায়বিচারের প্রতি...
৮ মিনিট আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)—ভারত দেশটিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো আইনি মামলা দায়ের করেনি। সম্প্রতি সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও।
১ ঘণ্টা আগেস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রা শুরু করতেই এক যাত্রীকে জানালা দিয়ে কষে থাপ্পড় হাঁকিয়েছেন এক যুবক। ওই যাত্রী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো হতভম্ব! অন্যদিকে এ কাণ্ড ঘটিয়ে সটকে পড়েন থাপ্পড় দেওয়া ওই অপরিচিত ওই যুবক। আর পুরো এই বিষয়টি ভিডিও ধারণ করছিলেন তাঁর সহযোগী...
১ ঘণ্টা আগে