ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।
ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাখোঁর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
৪৫ বছর বয়সী মাখোঁ মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন। তিনি যখন বিয়ার পান করছিলেন, তখন তুলুস রাগবি দলের উল্লাসিত সদস্যরা মাখোঁকে বাহবা দেন।
মাখোঁ একজন ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তাঁর জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করায় তাঁর সমালোচনা হচ্ছে।
ফ্রান্সের গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট বার্তায় লিখেছেন, রাজনীতিতে ঘৃণ্য পুরুষত্বের দিকটি ছোট্ট ওই ভিডিও ক্লিপেই ফুটেছে।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাঁদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত আচরণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে।
মাদকাসক্তি বিশেষজ্ঞ ও চিকিৎসক উইলিয়াম লোয়েন্সটেইন বলেছেন, ‘এমনটা করা যায়, তবে তা ক্যামেরার সামনে নয়।’
ফ্রান্সের পার্লামেন্টে সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র আর্থার দেলাপোর্তে বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়ে কেউ এমনটি করতে পারেন না। দ্রুত মাত্রাতিরিক্ত মদপানের বিরুদ্ধে জনস্বাস্থ্য নীতির ৫০ বছর পরও তা বাস্তবায়িত হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৮ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
৩৩ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে