Ajker Patrika

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে আটক রাখার সিদ্ধান্ত রুশ আদালতে বহাল

অনলাইন ডেস্ক
Thumbnail image

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আটক রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর একটি আদালত। আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চলতি বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী এই সংবাদদাতা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্র সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

নভেম্বরের শেষদিকে দায়ের করা একটি আপিল আজ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে মস্কো সিটি কোর্ট। সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে আদালত বলেছেন, ‘ইভান গার্শকোভিচ ২০২৪ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত রুশ হেফাজতে থাকবে।’

বৃহস্পতিবার শুনানির এক ভিডিও প্রকাশ করেছেন আদালত। সেখানে গাঢ় রঙের সোয়েটার পরে আসামির নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গার্শকোভিচকে হাস্যরত অবস্থায় দেখা গেছে। ইভান গার্শকোভিচ আগে এএফপিতে কাজ করতেন।

এ বছর মার্চের শেষ দিকে ইয়েকাটেরিনবার্গের ইউরাল শহরে প্রতিবেদনের কাজে ভ্রমণরত অবস্থায় গার্শকোভিচকে গ্রেপ্তার করা হয়েছিল। সোভিয়েত যুগের পর থেকে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দী হওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হচ্ছেন ইভান গার্শকোভিচ। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

রাশিয়া এই মাসে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক আলসু কুরমাশেভার বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এনেছে। গত অক্টোবরে কাজানের কেন্দ্রীয় শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরমাশেভার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধের সমালোচনা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে কুরমাশেভার বিরুদ্ধে। নতুন এসব অভিযোগের নিন্দা করেছে তার নিয়োগকর্তা রেডিও ফ্রি ইউরোপ/লিবার্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত