Ajker Patrika

পশ্চিমের কাছে ভারী অস্ত্রের সহায়তা চাইল ইউক্রেন

পশ্চিমের কাছে ভারী অস্ত্রের সহায়তা চাইল ইউক্রেন

পশ্চিমা বিশ্বের কাছে ভারী অস্ত্রের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখিলো পোদোলিয়াক। শনিবার ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর কাছে ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করার আহ্বান জানান। তাঁর আহ্বান এমন এক সময়ে এল যখন রাশিয়া ইউক্রেনে রুশ সৈন্যদের উপস্থিতি হ্রাস করার ঘোষণা দিয়ে অপসারণ শুরুও হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মাইখিলো পোদোলিয়াক বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সৈন্যদের দ্রুত সরে যাওয়ার পর, এটি স্পষ্ট যে—রাশিয়া আরেকটি কৌশলকে অগ্রাধিকার দিয়েছে, আর তা হলো—ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সরে যাওয়া। দনেৎস্ক ও লুহানস্কসহ সেই অঞ্চলে অধিকৃত অঞ্চলগুলোকে আরও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা এবং সেখানে একটি শক্তিশালী প্রভাব বলয় সৃষ্টি রাখা।’ 

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে তাদের আক্রমণের ‘প্রথম ধাপ’ সম্পূর্ণ হয়েছে এবং এটি দেশটির পূর্বাঞ্চল দনবাসে মনোনিবেশ করার জন্য কিয়েভ ও চেরনিহিভের চারপাশ থেকে সেনা প্রত্যাহার করবে। 

পোদোলিয়াক আরও বলেন, ‘আমাদের মিত্রদের অবশ্যই বুঝতে হবে যে—তারা ইউক্রেন যুদ্ধের যে “আফগানাইজেশন” চায় যার মাধ্যমে রাশিয়াকে একটি দীর্ঘমেয়াদি ও ক্লান্তিকর যুদ্ধে জড়িয়ে রাখতে চায় তা কখনোই ঘটবে না। বরং রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেন ছাড়া ইউক্রেনের সব অঞ্চল ছেড়ে দেবে এবং সেখানে মাইন পুতে রাখবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে। রাশিয়া যত দ্রুত সম্ভব সমরাস্ত্র, রসদ ও সৈন্য হ্রাস দ্রুত কমিয়ে ফেলবে।’ 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলো অ্যান্টি ট্যাংক সিস্টেম, ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছিল ইউক্রেনে। কিন্তু পোদোলিয়াক সেসব সহায়তা যথেষ্ট নয় বলে উল্লেখ করে বলেন, ‘ইউক্রেনের ভারী অস্ত্রের প্রয়োজন।’ 

 ‘আফগানাইজেশন’ হলো সেই প্রক্রিয়া—গত শতকের আশির দশকে রুশ বাহিনী যখন আফগানিস্তানে একটি শক্তিশালী গেরিলা প্রতিরোধ গড়ে ওঠে যা রুশ বাহিনীতে বছরের পর বছর ধরে ঠেকিয়ে রেখে দুর্বল করে দেওয়া হয়েছিল—এটি উল্লেখ করে পোদোলিয়াক বলেন, ‘আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে সোভিয়েত ইউনিয়নের যে প্রচেষ্টা ছিল তার জবাবে এ ধরনের প্রতিরোধী যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল। আফগান গেরিলারা বছরের পর বছর ধরে সোভিয়েত দখলদারদের ধ্বংস ও দুর্বল করে দিয়েছিল। যা, পুরো রাশিয়াকে দুর্বল করে দিয়েছে।’ 

পোদোলিয়াক আরও বলেন, ‘আমাদের কতিপয় অংশীদার দেশ বিশ্বাস করতে চায় যে—ইউক্রেনেও একইরকম কিছু ঘটতে পারে। কিন্তু রাশিয়া অন্য কিছুই মনে করে। তারা পূর্ব ও দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে কঠোর পরিস্থিতির নির্দেশ দিচ্ছে। তাই আমরা চাইলে অবশ্যই ভারী অস্ত্র ছাড়া রাশিয়াকে প্রতিহত করতে পারব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

পাহাড়সম প্রত্যাশার পথে ভুল আর বাধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত