Ajker Patrika

দনবাসের লড়াই যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে: জেলেনস্কি

আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ০১
দনবাসের লড়াই যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে: জেলেনস্কি

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে দনবাস যুদ্ধের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এর ওপরই যুদ্ধের গতিপথ নির্ভর করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনীয় জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এ কথা বলেন তিনি। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দনবাসে লড়াই চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলেনস্কি। দনবাস লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করবে আগামী সপ্তাহগুলোতে যুদ্ধে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। 

জেলেনস্কি বলেছেন, ‘আগের মতোই সেভরোদনেৎস্ক এবং নিকটবর্তী শহর ও এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে। দুর্ভাগ্যবশত, বেদনাদায়ক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। দনবাসে শক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহগুলোতে লড়াইয়ে কার আধিপত্য থাকবে, তা নির্ধারণের মূল চাবিকাঠি দনবাস।’ 

পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে রাশিয়াইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং সেভরোদনেৎস্কের মধ্যকার শেষ সেতুটিও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হওয়ার পরও তাদের বাহিনীগুলো বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। 

রাশিয়া এখন পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে আর তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এ নিয়ে অঞ্চলটিতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। 

রুশ বাহিনী দনবাসে অনেকটাই অগ্রসর হয়েছে। তারা লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। লুহানস্কের বৃহত্তম শহর সেভরোদনেৎস্ক শহরে তীব্র লড়াই চলছে। 
সেভরোদনেৎস্ক শহর এবং লিসিচানস্ক নিয়ন্ত্রণে নিতে পারলে রুশ বাহিনী স্লোভিয়ানস্কে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। 

কিয়েভের পূর্বে খারকিভ অঞ্চলে ‘বেদনাদায়ক ক্ষতি’ প্রত্যক্ষ করছে ইউক্রেনজেলেনস্কি জানান, কিয়েভের পূর্বে খারকিভ অঞ্চলেও ইউক্রেন ‘বেদনাদায়ক ক্ষতি’ প্রত্যক্ষ করছে, সম্প্রতি রুশ বাহিনীকে সেখানে থেকে হটিয়ে দেওয়ার পর তাঁরা ফের তাদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সেখানে লড়াই চলছে এবং লড়াই চালিয়ে যেতে হবে আমাদের, তীব্র লড়াই করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত