ব্রিটিশ পরিব্রাজক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলস সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। বিয়ার গ্রিলসের ইনস্টাগ্রামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বিয়ার গ্রিলস ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন, ‘এই সপ্তাহে আমি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গিয়েছিলাম এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখাও করেছি। এ অভিজ্ঞতার সঙ্গে আমার অন্য অভিজ্ঞতা আসলে মেলে না। দেশটিতে প্রচণ্ড শীতকাল, অবকাঠামোগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে, লাখ লাখ মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছে। এমন কঠিন সময়ে আমাকে আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট জেলেনস্কি। আপনি শক্ত হয়ে থাকুন। মনোবল দৃঢ় রাখুন।’
এই পোস্টের সঙ্গে বিয়ার গ্রিলস কিছু ছবিও জুড়ে দিয়েছেন। ছবিগুলোতে বিয়ার গ্রিলসকে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।
বিয়ার গ্রিলসের পোস্টের নিচে অনেকেই উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘বাহ! প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘শক্ত হয়ে থাকো, ইউক্রেন। গ্রিলস, আপনাকে ধন্যবাদ ইউক্রেনে যাওয়ার জন্য।’
জনপ্রিয় এই টেলিভিশন তারকা তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি বিশেষ ‘অ্যাডভেঞ্চার শো’ করতে চান। বিয়ার গ্রিলস লিখেছেন, ‘এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের মানুষ প্রেসিডেন্ট জেলেনস্কির এমন একটি দিক দেখতে পাবে, যা আগে কখনো দেখা যায়নি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এই কঠিন সময় কীভাবে মোকাবিলা করছেন। তিনি অনেক কিছুই বলেছেন। অনুষ্ঠানটি শিগগিরই আসছে।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রুশ হামলায় এ পর্যন্ত ৩২ হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে অন্তত ৭০০ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।
ইয়েভেনি ইয়েনিন নামের একজন ইউক্রেনীয় কূটনীতিক বলেছেন, সন্ত্রাসীরা যেমন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে থাকে, রুশ বাহিনীও তাই করছে। তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে ও কামানের গোলা ছুড়ে অন্তত ৩২ হাজার ঘরবাড়ি-অফিস-আদালত ধ্বংস করেছে। সামরিক স্থাপনায় হামলা হয়েছে মাত্র ৩ শতাংশ।
এদিকে জেলেনস্কি ইউক্রেনের ‘শান্তি ফর্মুলা’ সমর্থন করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি বলেছেন, বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা থাকা উচিত নয়। আমি আবারও জোর দিয়ে বলছি, ইউক্রেনের শান্তি ফর্মুলাকে সমর্থন করার এখনই সময়।
ব্রিটিশ পরিব্রাজক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলস সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। বিয়ার গ্রিলসের ইনস্টাগ্রামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বিয়ার গ্রিলস ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন, ‘এই সপ্তাহে আমি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গিয়েছিলাম এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখাও করেছি। এ অভিজ্ঞতার সঙ্গে আমার অন্য অভিজ্ঞতা আসলে মেলে না। দেশটিতে প্রচণ্ড শীতকাল, অবকাঠামোগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে, লাখ লাখ মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছে। এমন কঠিন সময়ে আমাকে আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট জেলেনস্কি। আপনি শক্ত হয়ে থাকুন। মনোবল দৃঢ় রাখুন।’
এই পোস্টের সঙ্গে বিয়ার গ্রিলস কিছু ছবিও জুড়ে দিয়েছেন। ছবিগুলোতে বিয়ার গ্রিলসকে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।
বিয়ার গ্রিলসের পোস্টের নিচে অনেকেই উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘বাহ! প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘শক্ত হয়ে থাকো, ইউক্রেন। গ্রিলস, আপনাকে ধন্যবাদ ইউক্রেনে যাওয়ার জন্য।’
জনপ্রিয় এই টেলিভিশন তারকা তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি বিশেষ ‘অ্যাডভেঞ্চার শো’ করতে চান। বিয়ার গ্রিলস লিখেছেন, ‘এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের মানুষ প্রেসিডেন্ট জেলেনস্কির এমন একটি দিক দেখতে পাবে, যা আগে কখনো দেখা যায়নি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এই কঠিন সময় কীভাবে মোকাবিলা করছেন। তিনি অনেক কিছুই বলেছেন। অনুষ্ঠানটি শিগগিরই আসছে।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রুশ হামলায় এ পর্যন্ত ৩২ হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে অন্তত ৭০০ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।
ইয়েভেনি ইয়েনিন নামের একজন ইউক্রেনীয় কূটনীতিক বলেছেন, সন্ত্রাসীরা যেমন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে থাকে, রুশ বাহিনীও তাই করছে। তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে ও কামানের গোলা ছুড়ে অন্তত ৩২ হাজার ঘরবাড়ি-অফিস-আদালত ধ্বংস করেছে। সামরিক স্থাপনায় হামলা হয়েছে মাত্র ৩ শতাংশ।
এদিকে জেলেনস্কি ইউক্রেনের ‘শান্তি ফর্মুলা’ সমর্থন করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি বলেছেন, বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা থাকা উচিত নয়। আমি আবারও জোর দিয়ে বলছি, ইউক্রেনের শান্তি ফর্মুলাকে সমর্থন করার এখনই সময়।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৭ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৮ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৮ ঘণ্টা আগে