Ajker Patrika

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: জেলেনস্কি

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১: ০৬
রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: জেলেনস্কি

ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এতে দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অনেক অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে শীতে ভীষণ কষ্টে আছে ইউক্রেনের নাগরিকেরা। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ করেছেন।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি এই অভিযোগ করেন। রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘সন্ত্রাসের ফর্মুলা’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘তীব্র শীতে কয়েক মিলিয়ন মানুষকে রাশিয়া বিদ্যুৎ, তাপ, পানিহীন অবস্থায় ফেলে দিয়েছে।’ এ সময় জাতিসংঘকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ইউক্রেনে এক দিনে আবারও ৭০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়েছে। দেশটিতে বিদ্যুৎ ও পানির সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

এদিকে, রাশিয়ার মাইগ্রেশন-বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘ওই চার এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্যানুসারে ৮০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত