Ajker Patrika

উত্তর কোরিয়ার ৫০ সেনাকে হত্যার দাবি করল ইউক্রেনের স্পেশাল ফোর্স

অনলাইন ডেস্ক
স্পেশাল ফোর্সের প্রকাশ করা ভিডিওতে সামরিক যান ধ্বংস করার মুহূর্ত। ছবি: সংগৃহীত
স্পেশাল ফোর্সের প্রকাশ করা ভিডিওতে সামরিক যান ধ্বংস করার মুহূর্ত। ছবি: সংগৃহীত

ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন দিনের লড়াইয়ে তারা ৫০ জন উত্তর কোরীয় সেনাকে হত্যা করেছে এবং আরও ৪৭ জনকে আহত করেছে। বিশেষ ওই বাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার এই তথ্যটি জানানো হয়েছে।

ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে।

একটি ফেসবুক পোস্টে বাহিনীটি বলেছে—‘প্রিন্স ইজিয়াস্লাভ এমস্তিস্লাভিচের অষ্টম বিশেষ বাহিনী রেজিমেন্ট কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের জন্য একটি উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এই অভিযানে দুইটি সাঁজোয়া যান, দুইটি গাড়ি এবং একটি অল-টেরেইন যান ধ্বংস করা হয়েছে।’

কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, চলতি বছরের আগস্ট থেকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েন করেছে রাশিয়া।

গত নভেম্বরে ইউক্রেন প্রথমবারের মতো যুদ্ধের মাঠে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি টের পেয়েছিল। তবে গত সপ্তাহে ইউক্রেন দাবি করে, রাশিয়া এবার ওই সেনাদের সরাসরি স্থল আক্রমণে ব্যবহার শুরু করেছে।

এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা ‘হুর’ জানিয়েছে, ১৪ থেকে ১৫ ডিসেম্বরের সংঘর্ষে ৩০ জন উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন।

উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র বোঝা কঠিন হতে পারে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের এই ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করছে।

উল্লেখ্য মার্কিন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডারও গত ১৬ ডিসেম্বর জানিয়েছেন, উত্তর কোরীয় সেনারা রাশিয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছে এবং তারা প্রথমবারের মতো হতাহতের মুখোমুখি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত