অনলাইন ডেস্ক
সার্পেন্টাইন সামার পার্টি মূলত একটি বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত ‘সার্পেন্টাইন গ্যালারিজ’ এটির আয়োজন করে। এই পার্টির মূল উদ্দেশ্য হলো শিল্প, স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতির সংমিশ্রণে একটি সৃষ্টিশীল মিলনমেলা তৈরি করা এবং সার্পেন্টাইনের নানা উদ্যোগ ও প্রদর্শনী বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করা।
এবার অর্থাৎ ২০২৫ সালের সার্পেন্টাইন সামার পার্টির সহ-আয়োজক হিসেবে অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী, প্রযোজক এবং মানবতাবাদী কেট ব্ল্যানচেটের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পার্টির প্যাভিলিয়নের নকশা করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।
মঙ্গলবার ওম্যানস ওয়্যার ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্লু জেসমিন’ খ্যাত অভিনেত্রী কেট ব্ল্যানচেট হতে চলেছেন এই পার্টির ইতিহাসে একমাত্র সহ-আয়োজক। গত বছর এই আয়োজনের সহ-আয়োজকদের মধ্যে ছিলেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস, দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী পেগি গো এবং ব্রিটিশ অভিনেত্রী গুগু এমবাথা-রো।
এবারের সামার পার্টিতে জড়ো হবেন শিল্প, সংস্কৃতি, ফ্যাশন, স্থাপত্য, ব্যবসা এবং প্রযুক্তি জগতের দিকপালেরা। মূল আকর্ষণ হিসেবে থাকছে নতুন সার্পেন্টাইন প্যাভিলিয়ন ‘অ্যা ক্যাপসুল ইন টাইম’। ক্যাপসুলসদৃশ এই প্যাভিলিয়ন তৈরি করেছেন মেরিনা তাবাসসুম। প্যাভিলিয়নটি কেন্দ্রীয় একটি উন্মুক্ত প্রাঙ্গণ নিয়ে গঠিত।
মেরিনা তাবাসসুমের কথা উল্লেখ করে সহ-আয়োজক কেট ব্ল্যানচেট বলেন, ‘আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের অস্তিত্ব ও চারপাশের জগৎকে আলোকপাত করতে পারে—এটা সমর্থন করা খুবই জরুরি। আমি গর্বিত এই আয়োজনের সহ-আয়োজক হতে পেরে। আরও আনন্দের বিষয় হলো, এই প্যাভিলিয়ন তৈরি করেছেন মেরিনা তাবাসসুম—যিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বিশেষভাবে কাজ করেছেন।’
পূর্ববর্তী বছরের মতো এবারও লন্ডনভিত্তিক উদীয়মান ফ্যাশন ডিজাইনাররা এই পার্টিতে আমন্ত্রিত থাকবেন এবং তাঁরা তাঁদের বন্ধুদের জন্য পোশাক ডিজাইন করবেন।
এ আগে চলতি বছরের জানুয়ারিতে সার্পেন্টাইন কর্তৃপক্ষ প্যাভিলিয়ন ডিজাইনের জন্য মেরিনা তাবাসসুম ও তাঁর প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টসের নাম ঘোষণা করেছিল। ‘অ্যা ক্যাপসুল ইন টাইম’ নামের এই প্যাভিলিয়ন ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় শামিয়ানার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। প্যাভিলিয়নটিতে কাঠের তৈরি চারটি ক্যাপসুল আকৃতির খোলস এবং এর মধ্যে একটিকে চলমান করে রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে এই স্থাপনা বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে ব্যবহারযোগ্য হবে।
তাবাসসুম বলেন, ‘আমরা যখন এই ডিজাইন চিন্তা করি, তখন আমরা সময় এবং স্থাপত্যের সম্পর্ক নিয়ে ভাবি। আমাদের বঙ্গীয় ব-দ্বীপে স্থাপত্য ক্ষণস্থায়ী। কারণ, নদীর গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাসস্থানগুলোও স্থান পরিবর্তন করে। বসবাসের স্থানগুলো স্মৃতিতে পরিণত হয়। জ্যামিতিক এবং হালকা আধা-স্বচ্ছ উপাদানে মোড়ানো অর্ধ ক্যাপসুলের কাঠামোটি যেন কোনো বাঙালি বিবাহের শামিয়ানার তল।’
সার্পেন্টাইন সামার পার্টি মূলত একটি বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত ‘সার্পেন্টাইন গ্যালারিজ’ এটির আয়োজন করে। এই পার্টির মূল উদ্দেশ্য হলো শিল্প, স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতির সংমিশ্রণে একটি সৃষ্টিশীল মিলনমেলা তৈরি করা এবং সার্পেন্টাইনের নানা উদ্যোগ ও প্রদর্শনী বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করা।
এবার অর্থাৎ ২০২৫ সালের সার্পেন্টাইন সামার পার্টির সহ-আয়োজক হিসেবে অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী, প্রযোজক এবং মানবতাবাদী কেট ব্ল্যানচেটের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পার্টির প্যাভিলিয়নের নকশা করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।
মঙ্গলবার ওম্যানস ওয়্যার ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্লু জেসমিন’ খ্যাত অভিনেত্রী কেট ব্ল্যানচেট হতে চলেছেন এই পার্টির ইতিহাসে একমাত্র সহ-আয়োজক। গত বছর এই আয়োজনের সহ-আয়োজকদের মধ্যে ছিলেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস, দক্ষিণ কোরীয় সংগীতশিল্পী পেগি গো এবং ব্রিটিশ অভিনেত্রী গুগু এমবাথা-রো।
এবারের সামার পার্টিতে জড়ো হবেন শিল্প, সংস্কৃতি, ফ্যাশন, স্থাপত্য, ব্যবসা এবং প্রযুক্তি জগতের দিকপালেরা। মূল আকর্ষণ হিসেবে থাকছে নতুন সার্পেন্টাইন প্যাভিলিয়ন ‘অ্যা ক্যাপসুল ইন টাইম’। ক্যাপসুলসদৃশ এই প্যাভিলিয়ন তৈরি করেছেন মেরিনা তাবাসসুম। প্যাভিলিয়নটি কেন্দ্রীয় একটি উন্মুক্ত প্রাঙ্গণ নিয়ে গঠিত।
মেরিনা তাবাসসুমের কথা উল্লেখ করে সহ-আয়োজক কেট ব্ল্যানচেট বলেন, ‘আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যে আমাদের অস্তিত্ব ও চারপাশের জগৎকে আলোকপাত করতে পারে—এটা সমর্থন করা খুবই জরুরি। আমি গর্বিত এই আয়োজনের সহ-আয়োজক হতে পেরে। আরও আনন্দের বিষয় হলো, এই প্যাভিলিয়ন তৈরি করেছেন মেরিনা তাবাসসুম—যিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বিশেষভাবে কাজ করেছেন।’
পূর্ববর্তী বছরের মতো এবারও লন্ডনভিত্তিক উদীয়মান ফ্যাশন ডিজাইনাররা এই পার্টিতে আমন্ত্রিত থাকবেন এবং তাঁরা তাঁদের বন্ধুদের জন্য পোশাক ডিজাইন করবেন।
এ আগে চলতি বছরের জানুয়ারিতে সার্পেন্টাইন কর্তৃপক্ষ প্যাভিলিয়ন ডিজাইনের জন্য মেরিনা তাবাসসুম ও তাঁর প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টসের নাম ঘোষণা করেছিল। ‘অ্যা ক্যাপসুল ইন টাইম’ নামের এই প্যাভিলিয়ন ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় শামিয়ানার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। প্যাভিলিয়নটিতে কাঠের তৈরি চারটি ক্যাপসুল আকৃতির খোলস এবং এর মধ্যে একটিকে চলমান করে রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে এই স্থাপনা বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে ব্যবহারযোগ্য হবে।
তাবাসসুম বলেন, ‘আমরা যখন এই ডিজাইন চিন্তা করি, তখন আমরা সময় এবং স্থাপত্যের সম্পর্ক নিয়ে ভাবি। আমাদের বঙ্গীয় ব-দ্বীপে স্থাপত্য ক্ষণস্থায়ী। কারণ, নদীর গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাসস্থানগুলোও স্থান পরিবর্তন করে। বসবাসের স্থানগুলো স্মৃতিতে পরিণত হয়। জ্যামিতিক এবং হালকা আধা-স্বচ্ছ উপাদানে মোড়ানো অর্ধ ক্যাপসুলের কাঠামোটি যেন কোনো বাঙালি বিবাহের শামিয়ানার তল।’
ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করেছে পাকিস্তান। একের পর এক হামলা-পাল্টা হামলায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল আগামী বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ)।
১ ঘণ্টা আগেযুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। গতকাল ৬ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টেরিটোরিয়াল আর্মি বিধিমালা, ১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজন অনুযায়ী নির্দেশ দেওয়ার ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার...
৩ ঘণ্টা আগেআইএমএফ জানায়, সম্প্রসারিত তহবিল সুবিধা (ইএফএফ) ব্যবস্থার অধীনে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রাথমিক পর্যালোচনা শেষ করে তাদের নির্বাহী বোর্ড ১ বিলিয়ন ডলার তৎক্ষণাৎ পাকিস্তানকে দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থার অধীনে অর্থসংকটে থাকা পাকিস্তানের জন্য মোট অর্থছাড়ের পরিমাণ প্রায়...
৪ ঘণ্টা আগেভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে, ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনীতি এবং তথ্য ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়ায়...
৬ ঘণ্টা আগে