অনলাইন ডেস্ক
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা আবারও জোর দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্তত তিনটি শরীরকে নিজের উপস্থিতির কাজে ব্যবহার করছেন। বিভিন্ন শরীরের মধ্যে কোনটি যে আসল পুতিন, তা বোঝা মুশকিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রে ইউসোভের তথ্য অনুযায়ী, যাঁদের শরীর পুতিনের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা পরাধীন জীবন যাপন করছেন। রুশ গোয়েন্দাদের কঠোর পাহারা এবং কড়া নজরদারির মধ্যে থাকতে হচ্ছে তাঁদের।
আজ বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্দ্রে ইউসোভ। সাংবাদিকদের তিনি জানান, এবার পুতিনের নববর্ষের ভাষণটি রাশিয়াজুড়ে মধ্যরাতের আগে সম্প্রচার করা হয়েছে। তবে এই ভাষণ দিয়েছে মূলত একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত পুতিন।
ভাষণটি দেখে পর্যবেক্ষকেরা মত দিয়েছেন, রুশ প্রেসিডেন্টের ঘাড় তাঁর শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। মনে হচ্ছিল, টেলিভিশনে ভাষণ দেওয়ার জন্য তাঁর মাথাটি কিছুটা চাপানো হয়েছে।
পুতিনের একাধিক শরীর ব্যবহারের তথ্যটি অনেক সূত্রের সম্মিলিত ফলের দ্বারা নিশ্চিত করা হয়েছে বলেও জানান ইউসোভ। তিনি বলেন, ‘একাধিক শরীর ব্যবহারের প্রযুক্তি আগেও প্রয়োগ করা হয়েছে এবং এখনো করা হচ্ছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিন বা তাঁর দলবল—যারা ক্রেমলিনের পরিস্থিতিকে প্রভাবিত করে।’
পুতিন ইতিমধ্যে মারা গেছেন বলে কিছু রাশিয়ান সূত্রের দাবিকেও উড়িয়ে দিচ্ছেন না আন্দ্রে ইউসোভ। এ ক্ষেত্রে পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে খ্যাত পশ্চিমাবিদ্বেষী রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের নেতৃত্বে কতগুলো ছায়া শরীর দিয়ে ক্রেমলিন পরিচালিত হচ্ছে।
আবার অনেকে বিশ্বাস করেন, পুতিনের ছায়াশরীর ব্যবহার করা হচ্ছে। কারণ, তিনি গুরুতর অসুস্থ কিংবা নিজের নিরাপত্তা সম্পর্কে বিভ্রান্ত হয়ে তিনি বাংকারে লুকিয়ে আছেন।
এর আগে ইউসোভের নেতা ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট কিরিলো বুদানভ গত বছর দাবি করেছিলেন, ২০২২ সালের জুন মাসের পর থেকে আসল পুতিনকে আর দেখা যায়নি।
ইউসোভ বলেন, ‘আমরা অন্তত তিনজন ডপলগ্যাঙ্গার (অন্যের ভূমিকায় থাকা ব্যক্তি) সম্পর্কে জানি, তারা কঠোরভাবে রাশিয়ার গোপন পরিষেবার নিয়ন্ত্রণে ছিল। তারা সব সময় নজরদারিতে থাকে।’
তবে পুতিনরূপী ওই তিনজনকে এক জায়গায় রাখা হয় না বলেও মনে করেন ইউসোভ। তিনি বলেন, ‘এরা এমন লোক, যারা নিজেদের নয়। এটাই বাস্তবতা। তারা একই শহরে একসঙ্গে থাকে না। একসঙ্গে চা পান করে না। এমন ছবি আমরা দেখব না।’
পুতিনের মতোই অবিকল ওই ব্যক্তিদের ভূমিকা শেষ হয়ে গেলে তাঁদের নাই করে দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন ইউসোভ। লাখ লাখ রাশিয়ানকে বোকা বানানোর বিষয়টি যেন কখনো ফাঁস না হয়ে পড়ে, তাই এমনটি করা হবে।
রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক ভ্যালেরি সলোভে জোর গলায় দাবি করেছেন, পুতিনের একাধিক শরীর ব্যবহার করা হয়েছে। কারণ, আসল পুতিন ২০২৩ সালের অক্টোবরে মারা গেছেন। বিভিন্ন সময়ে ভাষণরত পুতিনের ছবি ও ভিডিওর মধ্যে অসামঞ্জস্য দেখিয়ে এমন দাবি করেন তিনি।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা আবারও জোর দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্তত তিনটি শরীরকে নিজের উপস্থিতির কাজে ব্যবহার করছেন। বিভিন্ন শরীরের মধ্যে কোনটি যে আসল পুতিন, তা বোঝা মুশকিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রে ইউসোভের তথ্য অনুযায়ী, যাঁদের শরীর পুতিনের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা পরাধীন জীবন যাপন করছেন। রুশ গোয়েন্দাদের কঠোর পাহারা এবং কড়া নজরদারির মধ্যে থাকতে হচ্ছে তাঁদের।
আজ বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্দ্রে ইউসোভ। সাংবাদিকদের তিনি জানান, এবার পুতিনের নববর্ষের ভাষণটি রাশিয়াজুড়ে মধ্যরাতের আগে সম্প্রচার করা হয়েছে। তবে এই ভাষণ দিয়েছে মূলত একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত পুতিন।
ভাষণটি দেখে পর্যবেক্ষকেরা মত দিয়েছেন, রুশ প্রেসিডেন্টের ঘাড় তাঁর শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। মনে হচ্ছিল, টেলিভিশনে ভাষণ দেওয়ার জন্য তাঁর মাথাটি কিছুটা চাপানো হয়েছে।
পুতিনের একাধিক শরীর ব্যবহারের তথ্যটি অনেক সূত্রের সম্মিলিত ফলের দ্বারা নিশ্চিত করা হয়েছে বলেও জানান ইউসোভ। তিনি বলেন, ‘একাধিক শরীর ব্যবহারের প্রযুক্তি আগেও প্রয়োগ করা হয়েছে এবং এখনো করা হচ্ছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিন বা তাঁর দলবল—যারা ক্রেমলিনের পরিস্থিতিকে প্রভাবিত করে।’
পুতিন ইতিমধ্যে মারা গেছেন বলে কিছু রাশিয়ান সূত্রের দাবিকেও উড়িয়ে দিচ্ছেন না আন্দ্রে ইউসোভ। এ ক্ষেত্রে পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে খ্যাত পশ্চিমাবিদ্বেষী রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের নেতৃত্বে কতগুলো ছায়া শরীর দিয়ে ক্রেমলিন পরিচালিত হচ্ছে।
আবার অনেকে বিশ্বাস করেন, পুতিনের ছায়াশরীর ব্যবহার করা হচ্ছে। কারণ, তিনি গুরুতর অসুস্থ কিংবা নিজের নিরাপত্তা সম্পর্কে বিভ্রান্ত হয়ে তিনি বাংকারে লুকিয়ে আছেন।
এর আগে ইউসোভের নেতা ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট কিরিলো বুদানভ গত বছর দাবি করেছিলেন, ২০২২ সালের জুন মাসের পর থেকে আসল পুতিনকে আর দেখা যায়নি।
ইউসোভ বলেন, ‘আমরা অন্তত তিনজন ডপলগ্যাঙ্গার (অন্যের ভূমিকায় থাকা ব্যক্তি) সম্পর্কে জানি, তারা কঠোরভাবে রাশিয়ার গোপন পরিষেবার নিয়ন্ত্রণে ছিল। তারা সব সময় নজরদারিতে থাকে।’
তবে পুতিনরূপী ওই তিনজনকে এক জায়গায় রাখা হয় না বলেও মনে করেন ইউসোভ। তিনি বলেন, ‘এরা এমন লোক, যারা নিজেদের নয়। এটাই বাস্তবতা। তারা একই শহরে একসঙ্গে থাকে না। একসঙ্গে চা পান করে না। এমন ছবি আমরা দেখব না।’
পুতিনের মতোই অবিকল ওই ব্যক্তিদের ভূমিকা শেষ হয়ে গেলে তাঁদের নাই করে দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন ইউসোভ। লাখ লাখ রাশিয়ানকে বোকা বানানোর বিষয়টি যেন কখনো ফাঁস না হয়ে পড়ে, তাই এমনটি করা হবে।
রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক ভ্যালেরি সলোভে জোর গলায় দাবি করেছেন, পুতিনের একাধিক শরীর ব্যবহার করা হয়েছে। কারণ, আসল পুতিন ২০২৩ সালের অক্টোবরে মারা গেছেন। বিভিন্ন সময়ে ভাষণরত পুতিনের ছবি ও ভিডিওর মধ্যে অসামঞ্জস্য দেখিয়ে এমন দাবি করেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, যেন গাজার যে কোনো বাসিন্দা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি ট্রাম্প বলেছেন—
৩৬ মিনিট আগেবাংলাদেশ সরকারের অনুরোধের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের আগে সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনা
৩৭ মিনিট আগেসিএনএন জানিয়েছে, স্টেইন তাঁর বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
১ ঘণ্টা আগেমাখন দিন (২৫) নামের ওই যুবক জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার আদিবাসী। মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওতে মাখন দিন অভিযোগ করেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভয়ানক নির্যাতন করে। এরপর তাঁর কাছ থেকে জঙ্গি সম্পৃক্ততার...
২ ঘণ্টা আগে