রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে