ইউরোপে জুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। নতুন এসব বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করার পরও ২০ দিনের জাতীয় লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এটি অস্ট্রিয়ার চতুর্থ জাতীয় লকডাউন। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে ওআরএফ টিভিতে বক্তৃতা দেওয়ার সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী উলফগ্যাং মুকস্টেইন বলেন, ‘সরকারকে এখন পাল্টা পদক্ষেপ নিতে হবে।’
মধ্যরাত থেকে ঘরে বসে কাজ করা এবং অপ্রয়োজনীয় শপিংমল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে অস্ট্রিয়া। নতুন নিষেধাজ্ঞায় অনুযায়ী রেস্তোরাঁ, বার, হেয়ারড্রেসার, থিয়েটার এবং অপ্রয়োজনীয় দোকানগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। যদিও কর্মকর্তারা বলেছেন যে ১০ দিন পর বিধিনিষেধগুলো পুনরায় মূল্যায়ন করা হবে।
ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া আইন নিয়ে গত সপ্তাহে অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনা টিকাকে একটি আইনি প্রয়োজনীয়তা তৈরি করেছে। প্রতিবেশী জার্মানির রাজনীতিবিদেরা অনুরূপ ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। কারণ সেখানে নিবিড় পরিচর্যা ইউনিটগুলোতে রোগী দিয়ে সম্পূর্ণ হয়েছে এবং আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ডে গড়েছে।
এদিকে নতুন নিষেধাজ্ঞায় ফুসে ওঠে ইউরোপ। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লকডাউনের আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জাতীয় পতাকা এবং ব্যানারে ‘স্বাধীনতা’ লেখা নিয়ে বিক্ষোভকারীরা ‘প্রতিরোধ’ বলে চিৎকার করে এবং পুলিশকে গালিগালাজ করে।
গতকাল শনিবার দেশটির নেদারল্যান্ডসের রোটারডামে বিক্ষোভে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং হেগ শহরে সাইকেলে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ গুলি চালালে সহিংসতা আরও বেড়ে যায়।
এদিকে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইতালিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারাও নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে মহাদেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধ পাচ্ছে। আর এ নিয়ে ব্যাপক সতর্কবার্তা প্রচার করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে ‘খুব উদ্বিগ্ন’ সংস্থাটি।
গতকাল শনিবার সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডা. হান্স ক্লুজ বলেন, যদি ইউরোপজুড়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী বসন্তের মধ্যে আরও অর্ধ মিলিয়ন মানুষের মৃত্যু রেকর্ড হতে পারে।
হান্স ক্লুজ আরও বলেন, ‘করোনাভাইরাস আমাদের অঞ্চলে আরও একবার মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের টিকা নেওয়া, মাস্ক পরা এবং কোভিড পাস ব্যবহার করতে হবে।’
ইউরোপে জুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। নতুন এসব বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করার পরও ২০ দিনের জাতীয় লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এটি অস্ট্রিয়ার চতুর্থ জাতীয় লকডাউন। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে ওআরএফ টিভিতে বক্তৃতা দেওয়ার সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী উলফগ্যাং মুকস্টেইন বলেন, ‘সরকারকে এখন পাল্টা পদক্ষেপ নিতে হবে।’
মধ্যরাত থেকে ঘরে বসে কাজ করা এবং অপ্রয়োজনীয় শপিংমল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে অস্ট্রিয়া। নতুন নিষেধাজ্ঞায় অনুযায়ী রেস্তোরাঁ, বার, হেয়ারড্রেসার, থিয়েটার এবং অপ্রয়োজনীয় দোকানগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। যদিও কর্মকর্তারা বলেছেন যে ১০ দিন পর বিধিনিষেধগুলো পুনরায় মূল্যায়ন করা হবে।
ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া আইন নিয়ে গত সপ্তাহে অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনা টিকাকে একটি আইনি প্রয়োজনীয়তা তৈরি করেছে। প্রতিবেশী জার্মানির রাজনীতিবিদেরা অনুরূপ ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। কারণ সেখানে নিবিড় পরিচর্যা ইউনিটগুলোতে রোগী দিয়ে সম্পূর্ণ হয়েছে এবং আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ডে গড়েছে।
এদিকে নতুন নিষেধাজ্ঞায় ফুসে ওঠে ইউরোপ। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লকডাউনের আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জাতীয় পতাকা এবং ব্যানারে ‘স্বাধীনতা’ লেখা নিয়ে বিক্ষোভকারীরা ‘প্রতিরোধ’ বলে চিৎকার করে এবং পুলিশকে গালিগালাজ করে।
গতকাল শনিবার দেশটির নেদারল্যান্ডসের রোটারডামে বিক্ষোভে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে এবং হেগ শহরে সাইকেলে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ গুলি চালালে সহিংসতা আরও বেড়ে যায়।
এদিকে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইতালিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারাও নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে মহাদেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধ পাচ্ছে। আর এ নিয়ে ব্যাপক সতর্কবার্তা প্রচার করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে ‘খুব উদ্বিগ্ন’ সংস্থাটি।
গতকাল শনিবার সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডা. হান্স ক্লুজ বলেন, যদি ইউরোপজুড়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী বসন্তের মধ্যে আরও অর্ধ মিলিয়ন মানুষের মৃত্যু রেকর্ড হতে পারে।
হান্স ক্লুজ আরও বলেন, ‘করোনাভাইরাস আমাদের অঞ্চলে আরও একবার মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের টিকা নেওয়া, মাস্ক পরা এবং কোভিড পাস ব্যবহার করতে হবে।’
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৫ ঘণ্টা আগে