Ajker Patrika

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জেলেনস্কির

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০: ০৪
ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জেলেনস্কির

শীতের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে মিত্র দেশগুলোকে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে প্রথমবারের মতো সফরে গিয়ে জেলেনস্কি এই আহ্বান জানান।

জোটের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ও জেলেনস্কি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেনস্কি বলেন, ‘আগামী শীতে কীভাবে বেঁচে থাকা যায়, তা আমাদের জন্য বড় বিষয়। এ জন্যই আমি আজ এখানে।’

ইসরায়েলে হামাসের হামলার পর ইউক্রেনের প্রধান মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতি মনোযোগ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করেছিলেন ভলোদিমির জেলেনস্কি।

এই আশঙ্কা থেকে বিমান প্রতিরক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি আবেদন করেছিলেন তিনি।

রাশিয়ার শীতকালীন আক্রমণ থেকে ইউক্রেনকে সাহায্য করার জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিয়েভের জন্য ২০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন ডিভেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। তিনি বলেন, যত দিন ইউক্রেনের প্রয়োজন, তত দিন দেশটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি শাটডাউন এড়াতে স্বল্পমেয়াদি তহবিল জোগানের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ মুহূর্তে গিয়ে ফেডারেল শাটডাউন এড়ায় যুক্তরাষ্ট্র সরকার। এতে ইউক্রেনকে সহায়তার বিষয়টি বাদ পড়েছিল। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে অস্ত্রসহায়তার এই ঘোষণা এলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত