আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে।
এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন।
এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার
আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে।
এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন।
এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৪ ঘণ্টা আগে