Ajker Patrika

ফ্রান্সে টানা আন্দোলনের পরেও 'হেলথ পাস' বহাল

ফ্রান্সে টানা আন্দোলনের পরেও 'হেলথ পাস' বহাল

মহামারি করোনাভাইরাস রুখতে নতুন এক নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে ফ্রান্সের নাগরিকদের। বাইরে বের হয়ে কফি খেতে কোনো রেস্টুরেন্টে প্রবেশ করতে লাগবে 'হেলথ পাস'। এমনকি আন্তনগর ট্রেনে যাতায়াত করলেও এ পাস দেখাতে হবে। 

দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো বলছেন, এ নিয়ম করোনা রুখবে এবং টিকা কার্যক্রমের গতি বাড়াবে। 

গত মাসে ফ্রান্স সরকারের চালু করা এ নিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে গতকাল এ নিয়মের মেয়াদ আরও বাড়িয়েছে দেশটি। রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন নেটওয়ার্ক 'ফ্রান্স ২৪' এ তথ্য জানিয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত হেলথ পাস সিস্টেম চালু রাখার চিন্তা করছে সরকার। 

টিকার দুই ডোজ, টেস্টের নেগেটিভ রিপোর্ট কিংবা করোনা থেকে সদ্য সুস্থ হলে এ পাস পাওয়া যায়। গত ২১ জুলাই এ নিয়ম চালু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহের ছুটির দিন রাস্তায় আন্দোলন করছেন হাজার হাজার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত