Ajker Patrika

জাপোরিঝিয়া পরমাণুকেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়েছে: গ্রসি 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ৩৪
জাপোরিঝিয়া পরমাণুকেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়েছে: গ্রসি 

ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ভৌত কাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দলের প্রধান রাফায়েল গ্রসি। ইউক্রেনে চলমান হামলা ও পাল্টা হামলার জেরেই এমন হয়েছে বলে গতকাল শুক্রবার জানান আইএইএর প্রধান। 

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফায়েল গ্রসি বলেছেন, কামানের গোলায় এর বাহ্যিক কাঠামোর বেশ ক্ষতি হয়েছে। প্রতিনিধিদলটির ধারণা, বেশ কয়েকবার এমন হামলার সম্মুখীন হয়েছে। তাঁরা বিদ্যুৎকেন্দ্রটির পুরো এলাকা ঘুরে দেখবে এবং আগামী রোববার কিংবা সোমবার পর্যন্ত থাকবেন। 

পরিদর্শন শেষে রাফায়েল গ্রসি বলেছেন, ‘এটি স্পষ্ট যে প্ল্যান্টটি এবং এর ভৌত কাঠামো বেশ কয়েকবার আঘাতের সম্মুখীন হয়েছে। আমরা আগেও দুশ্চিন্তা করেছি, দুশ্চিন্তা করব এবং এই প্ল্যান্টের বিষয়ে আমরা দুশ্চিন্তা করতেই থাকব। আমরা সেখানে চার থেকে পাঁচ ঘণ্টা কাটিয়ে অনেক কিছু দেখেছি।’ 
 
এদিকে, জাপোরিঝিয়ায় আইএইএর প্রতিনিধিদলের পরিদর্শনকে ‘খুবই ইতিবাচকভাবে’ বিবেচনা করছে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেশকভ বলেন, ‘সাধারণভাবে আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই বিবেচনা করছি। সব প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও কমিশন প্ল্যান্টে পৌঁছেছে এবং তাদের কাজ শুরু করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত