Ajker Patrika

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭: ২০
আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তাঁর বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন ঋষি সুনাক। এর মধ্য দিয়ে তাঁর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। এর আগে, ব্যর্থতার দায় মাথায় নিয়ে মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন। তবে ট্রাসের রেকর্ড দীর্ঘায়িত হতে পারল না তাঁরই ব্যর্থতার কারণে। 

এদিকে, বাকিংহাম প্রাসাদ থেকে বের হয়ে ঋষি সুনাক তাঁর নতুন বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ দেন। ভাষণে, ঋষি সুনাক তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন—সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর শাসনামলে বেশ কিছু ভুল করেছেন। এ সময় তিনি বরিস জনসনকেও ধন্যবাদ জানান। 

ঋষি সুনাক তাঁর ভাষণে জাতি ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করব। কেবল কথায়ই নয়, কাজেও আমি তা প্রমাণ করে দেব। আমি সারা দিন কাজ করব এবং দিন শেষে আপনারা আমার কাজের ফলাফল দেখতে পাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত