Ajker Patrika

প্রথম প্রার্থী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা পেনি মরডন্টের 

অনলাইন ডেস্ক
প্রথম প্রার্থী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা পেনি মরডন্টের 

মাত্র একদিন আগে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেছেন ৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাঁর পদত্যাগের পরপরই দলীয় প্রধান এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমনসের নেতা পেনি মরডন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘোষণা দেন পেনি মরডন্ট। পেনি তাঁর টুইটে বলেন, ‘আমি আমার সহকর্মীদের সমর্থনের কারণেই এক নতুন যাত্রা শুরু করতে উৎসাহিত হয়েছি। তাঁরা জাতীয় স্বার্থেই একটি ঐক্যবদ্ধ দল ও নেতৃত্ব দেখতে চান।’

নিজের প্রার্থিতার বিষয়ে পেনি মরডন্ট বলেন, ‘আমি কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান এবং আপনাদের প্রধানমন্ত্রী হতে নিজের প্রার্থিতা ঘোষণা করছি। যাতে আমরা আমাদের দেশকে একত্র রাখতে, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এবং পরবর্তী সাধারণ নির্বাচন জিততে পারি।’

এরই মধ্যে বেশ কয়েকজন টোরি এমপি পেনি মরডন্টের প্রতি তাদের সমর্থন জানিয়েছে টুইট করেছেন। পেনি মরডন্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ঋষি সুনাক এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। টোরি দলের এমপিদের অনেকেই ঋষি এবং বরিসের প্রতি সমর্থন জানিয়ে টুইট করতে শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত