Ajker Patrika

অভিনব উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া রুশ শিল্পীর ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
Thumbnail image

অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। 

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’ 

আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’ 

আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’ 

লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’ 

সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’ 

একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত