Ajker Patrika

ন্যাটোর ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার’ নিন্দা পুতিনের, ফিনল্যান্ড-সুইডেনকে হুঁশিয়ারি

ন্যাটোর ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার’ নিন্দা পুতিনের, ফিনল্যান্ড-সুইডেনকে হুঁশিয়ারি

ন্যাটোর ‘সম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার’ নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর অভিযোগ, ইউক্রেন সংকটের সুযোগে ন্যাটো সামরিক জোট নিজেদের আধিপত্য জাহির করার চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্কের আপত্তি তুলে নেওয়ার একদিন পরই পুতিন এই প্রতিক্রিয়া জানালেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নর্ডিক এই দেশ দুটি ন্যাটো সামরিক জোটে যোগ দিলে কয়েক দশকের মধ্যে ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি বড় পরিবর্তন হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে সেটা ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায় দিক। তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে কোনো হুমকি ছিল না। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার পর যদি তাদের দেশে ন্যাটো সৈন্য মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ করে তবে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। এ ছাড়া যে অঞ্চলগুলি থেকে আমাদের জন্য হুমকি তৈরি করা হয়েছে, তাদের জন্যও আমাদের একই হুমকি তৈরি করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ন্যাটোতে যোগদান নিয়ে হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনিবার্যভাবে খারাপ হবে। আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কিছুটা উত্তেজনা থাকতে পারে, অবশ্যই থাকবে। আমাদের জন্য হুমকি থাকলে এটি অনিবার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত