Ajker Patrika

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পপভ আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৮: ০৮
রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পপভ আটক

রাশিয়ার একটি তদন্ত কমিটি সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পাভেল পপভের বিরুদ্ধে মস্কোর বাইরে প্যাট্রিয়ট পার্ক নির্মাণের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ এনেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে, তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে পপভকে আটক করা হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১০ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পপভ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর তৃতীয় ডেপুটি, সাম্প্রতিক মাসগুলোতে যাকে কথিত দুর্নীতি বিষয়ক একটি তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসভকে শোইগুর স্থলাভিষিক্ত করার এক মাস পরই গত জুনে পপভকেও তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়। 

রুশ তদন্ত কমিটি একটি বিবৃতিতে বলেছে, তারা মস্কো এবং আশপাশের অঞ্চলের পাশাপাশি রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে পপভ ও তাঁর পরিবারের ৫০ কোটি রুবল মূল্যের সম্পত্তির বৈধতা পরীক্ষা করে দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত