Ajker Patrika

এবার ন্যাটোতে যোগদানের বিষয় নিশ্চিত করল সুইডেন

অনলাইন ডেস্ক
এবার ন্যাটোতে যোগদানের বিষয় নিশ্চিত করল সুইডেন

আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে সুইডেন। স্থানীয় সময় সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তথ্যটি নিশ্চিত করেছে।

ন্যাটোতে যোগদানের মাধ্যমে দেশটির কয়েক যুগের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করতে যাচ্ছে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে ঘোষণা দেওয়ার মাত্র একদিন পর সুইডেনের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হলো।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছেন, দেশটির পার্লামেন্টে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক দীর্ঘ বিতর্কের পর দেশটির আইনপ্রণেতারা ন্যাটোতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন সতর্ক করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে ‘বড় ভুল’ করবে ফিনল্যান্ড। এতে ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এখন পর্যন্ত রাশিয়ার প্রতিবেশী এ দেশ ন্যাটোর বাইরে রয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রেক্ষাপট পাল্টেছে। দেশটি ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। এরপর থেকে পুতিন সরাসরি প্রতিশোধ নেওয়ার হুমকি না দিলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইতিমধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। মস্কোর এমন সিদ্ধান্তকে প্রতিশোধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত