Ajker Patrika

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জনের মরদেহ উদ্ধার 

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জনের মরদেহ উদ্ধার 

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই ৭ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার হেলিকপ্টারটি কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে গায়েব হয়ে যায়। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত বৃহস্পতিবার তাস্কেনি অঞ্চলের লুক্কা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। আরোহীদের নিয়ে হেলিকপ্টারটি উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। তবে বাজে আবহাওয়ার কারণে হঠাৎ স্থানীয় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয় মোডেনা শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘উদ্ধারকারীরা এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। এর মধ্যে ৪ জন তুর্কি নাগরিক, দুজন লেবাননের এবং বাকি একজন ইতালির এবং তিনিই পাইলট ছিলেন। তাঁরা সবাই একটি ব্যবসায়িক সফরে হেলিকপ্টারযোগে ট্রেভিসোর দিকে যাচ্ছিলেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, হেলিকপ্টারটি তাস্কেনি এবং এমিলিয়া রোমানার সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। তদন্তের স্বার্থে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

ইতালির বিমানবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, এক উদ্ধারকারী বলেছেন, ‘ঘটনাস্থলের অবস্থান শনাক্ত করার পর সেখানে আমরা দেখতে পাই, সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রকৃতপক্ষে হেলিকপ্টারটি একটি নদীর পাশের উপত্যকায় বিধ্বস্ত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত