ইউরোপীয় নেতাদের প্রতি দ্রুত আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সরবরাহ দ্রুত বাড়াতে হবে ইউরোপকে। অন্যথায় ইউরোপীয় নেতাদের বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে সম্মুখ সারির কাছের যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে কিয়েভগামী ট্রেন থেকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এদিন ইউরোপীয় নেতাদের উদ্দেশে জেলেনস্কি বক্তব্য দেওয়ার সময় তাঁকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এক ইইউ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন দ্বিতীয় বছরে পড়েছে। এখন ইইউর ওপর নির্ভর করছে, তারা রাশিয়াকে প্রতিহতে কোনো পদক্ষেপ নেবে কি না। এ সময় তিনি কিয়েভে ১০ লাখ কামানের গোলাবারুদ পাঠানোর সাম্প্রতিক পরিকল্পনাকে স্বাগত জানান। এ ছাড়া পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চান তিনি।
যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পেলে রুশ বাহিনীকে সত্যিকারভাবে থামানো যাবে বলে মনে করেন জেলেনস্কি। ইউরোপের দেশগুলোর পদক্ষেপে হতাশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া অভিযোগের সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মনে হচ্ছে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইইউর কোনো তাগিদ নেই।’
ইইউ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউরোপ যদি এত সময় নেয়, তবে এই অশুভ শক্তি (রাশিয়া) হয়তো আবার সংগঠিত হয়ে বছরের পর বছর যুদ্ধ করবে। আর এটি প্রতিহত করার ক্ষমতা আপনাদের রয়েছে।’
ইউরোপীয় নেতাদের প্রতি দ্রুত আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সরবরাহ দ্রুত বাড়াতে হবে ইউরোপকে। অন্যথায় ইউরোপীয় নেতাদের বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে সম্মুখ সারির কাছের যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে কিয়েভগামী ট্রেন থেকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এদিন ইউরোপীয় নেতাদের উদ্দেশে জেলেনস্কি বক্তব্য দেওয়ার সময় তাঁকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এক ইইউ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন দ্বিতীয় বছরে পড়েছে। এখন ইইউর ওপর নির্ভর করছে, তারা রাশিয়াকে প্রতিহতে কোনো পদক্ষেপ নেবে কি না। এ সময় তিনি কিয়েভে ১০ লাখ কামানের গোলাবারুদ পাঠানোর সাম্প্রতিক পরিকল্পনাকে স্বাগত জানান। এ ছাড়া পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চান তিনি।
যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পেলে রুশ বাহিনীকে সত্যিকারভাবে থামানো যাবে বলে মনে করেন জেলেনস্কি। ইউরোপের দেশগুলোর পদক্ষেপে হতাশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া অভিযোগের সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মনে হচ্ছে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইইউর কোনো তাগিদ নেই।’
ইইউ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউরোপ যদি এত সময় নেয়, তবে এই অশুভ শক্তি (রাশিয়া) হয়তো আবার সংগঠিত হয়ে বছরের পর বছর যুদ্ধ করবে। আর এটি প্রতিহত করার ক্ষমতা আপনাদের রয়েছে।’
স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
১৯ মিনিট আগেবিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
১ ঘণ্টা আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৩ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৫ ঘণ্টা আগে