Ajker Patrika

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা

আপডেট : ৩০ মে ২০২৩, ১৩: ১২
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র। 

মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন। 

এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী। 

চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত