অনলাইন ডেস্ক
ইউক্রেনে হামলার পর প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার আয় করেছে রাশিয়া। এই রপ্তানির বেশির ভাগই রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি করেছে। ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কিয়েভ যখন পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছে তখন এই প্রতিবেদন প্রকাশিত হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই জীবাশ্ম জ্বালানির ৬১ ভাগ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটি ৬ হাজার কোটি ডলার আয় করেছে।
এই এক শ দিনের ভেতর রাশিয়া থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে চীন। দেশটি এই সময়ের মধ্যে রাশিয়া থেকে ১ হাজার ২৬০ কোটি ইউরোর জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ইতালি। জার্মানি আমদানি করেছে ১ হাজার ২১০ কোটি ইউরো মূল্যমানের জীবাশ্ম জ্বালানি। ইতালি আমদানি করেছে ৭৮০ কোটি ইউরো মূল্যের জীবাশ্ম জ্বালানি।
রাশিয়ার জীবাশ্ম জ্বালানির মধ্যে অপরিশোধিত তেল থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে (৪ হাজার ৬০০ কোটি ডলার)। এরপর পাইপলাইনের মাধ্যমে গ্যাস, তেল পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং কয়লা থেকে বেশি আয় করেছে।
চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন বেশির ভাগ রাশিয়ান তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছিল। তবে তারা রাশিয়ার ওপরই এসব পণ্যের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। ইইউয়ের লক্ষ্য চলতি বছর রাশিয়া থেকে গ্যাসের চালান দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা। তবে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা নেই।
রাশিয়া ইউক্রেনে হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। এরপর রাশিয়া বিশ্বে জ্বালানির চাহিদা মেটাতে রপ্তানি বৃদ্ধি করে। এর ফলে দেশটি জীবাশ্ম জ্বালানি থেকে আয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়।
সিআরইএর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে রাশিয়ার গড় রপ্তানি মূল্য প্রায় ৬০ শতাংশ বেশি। সংস্থাটি জানিয়েছে, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সসহ কিছু দেশ মস্কো থেকে তাদের ক্রয় বাড়িয়েছে।
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
সিআরইএর বিশ্লেষক লরি মাইলিভারতা বলেছেন, ‘যেহেতু ইইউ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে, তাই ফ্রান্স রাশিয়া থেকে এলএনজির আমদানি বাড়িয়েছে।’ তাঁর মতে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সত্ত্বেও ফ্রান্স সচেতনভাবেই রাশিয়ার কাছ থেকে জীবাশ্ম জ্বালানির আমদানি বাড়িয়েছে।
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
ইউক্রেনে হামলার পর প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার আয় করেছে রাশিয়া। এই রপ্তানির বেশির ভাগই রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি করেছে। ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কিয়েভ যখন পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছে তখন এই প্রতিবেদন প্রকাশিত হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই জীবাশ্ম জ্বালানির ৬১ ভাগ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটি ৬ হাজার কোটি ডলার আয় করেছে।
এই এক শ দিনের ভেতর রাশিয়া থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে চীন। দেশটি এই সময়ের মধ্যে রাশিয়া থেকে ১ হাজার ২৬০ কোটি ইউরোর জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ইতালি। জার্মানি আমদানি করেছে ১ হাজার ২১০ কোটি ইউরো মূল্যমানের জীবাশ্ম জ্বালানি। ইতালি আমদানি করেছে ৭৮০ কোটি ইউরো মূল্যের জীবাশ্ম জ্বালানি।
রাশিয়ার জীবাশ্ম জ্বালানির মধ্যে অপরিশোধিত তেল থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে (৪ হাজার ৬০০ কোটি ডলার)। এরপর পাইপলাইনের মাধ্যমে গ্যাস, তেল পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং কয়লা থেকে বেশি আয় করেছে।
চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন বেশির ভাগ রাশিয়ান তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছিল। তবে তারা রাশিয়ার ওপরই এসব পণ্যের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। ইইউয়ের লক্ষ্য চলতি বছর রাশিয়া থেকে গ্যাসের চালান দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা। তবে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা নেই।
রাশিয়া ইউক্রেনে হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। এরপর রাশিয়া বিশ্বে জ্বালানির চাহিদা মেটাতে রপ্তানি বৃদ্ধি করে। এর ফলে দেশটি জীবাশ্ম জ্বালানি থেকে আয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়।
সিআরইএর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে রাশিয়ার গড় রপ্তানি মূল্য প্রায় ৬০ শতাংশ বেশি। সংস্থাটি জানিয়েছে, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সসহ কিছু দেশ মস্কো থেকে তাদের ক্রয় বাড়িয়েছে।
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
সিআরইএর বিশ্লেষক লরি মাইলিভারতা বলেছেন, ‘যেহেতু ইইউ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে, তাই ফ্রান্স রাশিয়া থেকে এলএনজির আমদানি বাড়িয়েছে।’ তাঁর মতে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সত্ত্বেও ফ্রান্স সচেতনভাবেই রাশিয়ার কাছ থেকে জীবাশ্ম জ্বালানির আমদানি বাড়িয়েছে।
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৩৮ মিনিট আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
১ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে