অনলাইন ডেস্ক
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন, আগামী সপ্তাহে এর ফল জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ফিনিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। ভিডিওতে সান্না মারিনকে তাঁর বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।
এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে পরীক্ষা করারও দাবি তোলা হয়। তুমুল সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সান্না মারিন।
পার্টিতে নাচ-গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা নাকচ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মারিন বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি মাদক সেবন করিনি। তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তিগত বিষয়। আশা করি জনগণ কাজের সময় ও অবকাশের পার্থক্য বুঝবেন।’
এরপর শুক্রবার (১৯ আগস্ট) আরেক সংবাদ সম্মেলনে ড্রাগ পরীক্ষার কথা জানান সান্না মারিন। তিনি বলেন, ‘আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি। এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আর আমি অবৈধ কিছু করিনি।’
কখনো মাদক নেননি দাবি করে তিনি বলেন, ‘এমনকি কিশোরী বয়সেও আমি কোনো দিন মাদক সেবন করিনি। আমি পরীক্ষা করিয়েছি সবাইকে নিশ্চিত হওয়ার জন্য।’
২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন, আগামী সপ্তাহে এর ফল জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ফিনিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। ভিডিওতে সান্না মারিনকে তাঁর বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।
এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে পরীক্ষা করারও দাবি তোলা হয়। তুমুল সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সান্না মারিন।
পার্টিতে নাচ-গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা নাকচ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মারিন বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি মাদক সেবন করিনি। তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তিগত বিষয়। আশা করি জনগণ কাজের সময় ও অবকাশের পার্থক্য বুঝবেন।’
এরপর শুক্রবার (১৯ আগস্ট) আরেক সংবাদ সম্মেলনে ড্রাগ পরীক্ষার কথা জানান সান্না মারিন। তিনি বলেন, ‘আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি। এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আর আমি অবৈধ কিছু করিনি।’
কখনো মাদক নেননি দাবি করে তিনি বলেন, ‘এমনকি কিশোরী বয়সেও আমি কোনো দিন মাদক সেবন করিনি। আমি পরীক্ষা করিয়েছি সবাইকে নিশ্চিত হওয়ার জন্য।’
২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৩ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৩ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে