Ajker Patrika

আফগানিস্তানে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আফগানিস্তান মিশনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উজবেকিস্তানে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। ওই সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিও উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত ইতিবাচক রঙে বিদেশি সেনা হ্রাসের চেষ্টা করেছে হোয়াইট হাউস। কিন্তু সবাই বুঝতে পেরেছে যে, মার্কিন মিশন ব্যর্থ হয়েছে। এর আগে লাভরভ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির জন্য মার্কিন ও ন্যাটো সেনাদের ‘তাড়াহুড়ো প্রত্যাহারকে’ দায়ী করেছিলেন। পাশাপাশি প্রতিবেশীদের মাঝে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করে দিয়েছিলেন। 

রাশিয়ার বার্তা সংস্থাকে লাভরভ বলেছেন, আমরা সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানে দ্রুত অবনতিশীল পরিস্থিতি দেখছি। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সৈন্যদের তাড়াহুড়ো প্রত্যাহারে দেশটিতে রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 

গত সপ্তাহের তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন রাশিয়ার কর্মকর্তারা। ওই বৈঠকে আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে এই গোষ্ঠী। তালেবানের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। 

বিদেশি সৈন্য প্রত্যাহার শেষের দিকে থাকায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা একের পর এক আক্রমণ চালিয়ে দেশটির শত শত জেলা ও সীমান্ত শহর দখল করেছে। পাশাপাশি  প্রাদেশিক রাজধানীগুলো ঘেরাও করে তুমুল লড়াই শুরু করেছে।   
 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত