Ajker Patrika

দোনেৎস্কে সড়ক দুর্ঘটনায় রুশ সৈন্যসহ ১৬ জন নিহত

দোনেৎস্কে সড়ক দুর্ঘটনায় রুশ সৈন্যসহ ১৬ জন নিহত

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন রুশ সৈন্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দোনেৎস্কের রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান দেনিশ পুশিলিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘টি-০৫১৭ মহাসড়কে ট্র্যাজেডিপূর্ণ এক সড়ক দুর্ঘটনা ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। নিহতদের মধ্যে আমাদের বেশ কয়েকজন সৈন্যও ছিল।’ পুশিলিন আরও জানিয়েছে, দোনেৎস্কের তোরেজ এবং শাখতারস্কের সংযোগ সড়কে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। 

পুশিলিন তাঁর বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দোনেৎস্কে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলটি বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ এবং ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। এই অঞ্চলটি রাশিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করলেও এক গণভোটের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দেন। 

এদিকে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দোনেৎস্কে ইউক্রেনের হামলায় শহরটির অন্তত ৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত মেয়র বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলায় রুশ অধিকৃত শহরটিতে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত