জার্মানির রাজধানী বার্লিনে এক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ। বার্লিনের জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই যুবক বার্লিনের পর্যটন এলাকা হিসেবে খ্যাত ওই এলাকায় ফুটপাতে দুইবার গাড়ি চালিয়ে দেন। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ ছিল। ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ওই গাড়িচালককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনই কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এখনো নিশ্চিত নন যে—দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন মৃত্যুর মুখোমুখি অবস্থানে এবং ৩ জনের অবস্থা গুরুতর।
জার্মানির রাজধানী বার্লিনে এক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ। বার্লিনের জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই যুবক বার্লিনের পর্যটন এলাকা হিসেবে খ্যাত ওই এলাকায় ফুটপাতে দুইবার গাড়ি চালিয়ে দেন। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ ছিল। ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ওই গাড়িচালককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনই কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এখনো নিশ্চিত নন যে—দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন মৃত্যুর মুখোমুখি অবস্থানে এবং ৩ জনের অবস্থা গুরুতর।
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
৫ মিনিট আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি...
২২ মিনিট আগেআনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে