Ajker Patrika

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১১
রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনস্টার হলে এ ঘটনা ঘটেছে। পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছেন।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে অবগত আছি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সারি থেকে বের হয়ে এক ব্যক্তি রানির কফিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে আবার সারি শুরু হয়।’

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে মারা গেছেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত রানির কফিন ওয়েস্টমিনস্টার হলে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত