Ajker Patrika

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১১
রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

ওয়েস্টমিনস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনস্টার হলে এ ঘটনা ঘটেছে। পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছেন।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে অবগত আছি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সারি থেকে বের হয়ে এক ব্যক্তি রানির কফিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে আবার সারি শুরু হয়।’

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে মারা গেছেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত রানির কফিন ওয়েস্টমিনস্টার হলে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত