দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানদের দখলদারির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১ লাখ ৩০ কোটি মার্কিন ডলার দাবি করেছে পোল্যান্ড। এর মধ্যে রয়েছে হলোকাস্টের সময় ইহুদি নিধনের ঘটনাও।
আজ সোমবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত একটি সরকারি নোটে স্বাক্ষর করেছেন।
মন্ত্রী জেবিগনিউ রাউ গণমাধ্যমকে বলেছেন, নোটটি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ওয়ারশতে একটি নিরাপত্তা সম্মেলনে রয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সেখানে তাঁর সঙ্গে বৈঠকের প্রাক্কালে ক্ষতিপূরণের নোটে স্বাক্ষর করেন রাউ।
রাউ বলেন, ‘১৯৩৯-৪৫ পর্যন্ত দখলের প্রভাবগুলোর বিষয়ে উভয় পক্ষ থেকে কোনো বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া উচিত। এবং এটি আমলে নেওয়া যে দখলদারির প্রভাব “স্থায়ী এবং জটিল”, এ ব্যাপারে আইনিভাবে বাধ্যতামূলক এবং সেই সঙ্গে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। এ বিষয়গুলোতে নোটে পোল্যান্ডের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।’
জার্মানি ক্ষতিপূরণের পাশাপাশি লুট হওয়া শিল্পকর্ম এবং সংরক্ষণাগারগুলোর সমস্যা সমাধান করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী।
পোল্যান্ডের বর্তমান ডানপন্থী সরকার জোর দিয়ে বলে আসছে, যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য পোল্যান্ডের ক্ষতিপূরণ পাওনা আছে। তবে বার্লিন বলছে, পোল্যান্ডসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এরই মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং এটি একটি মীমাংসিত বিষয়।
গত ১ সেপ্টেম্বর যুদ্ধের ৮৩ তম বার্ষিকীতে পোল্যান্ড সরকার ক্ষয়ক্ষতির ওপর একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ক্ষতির পরিমাণ ১ লাখ ৩০ হাজার কোটি ডলার বলে নিরূপণ করা হয়।
গত টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বহু গ্রাম গ্রামে নৃশংসতা চালায় নাৎসি বাহিনী। এর মধ্যে অন্যতম ইহুদি অধ্যুষিত জেদওয়াবন গ্রাম। সেখানে ৩০০ জনের বেশি ইহুদিকে নাৎসি সমর্থক পোলদের দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। জার্মান আগ্রাসনের সময় জেদওয়াবন ছিল তৃতীয় রাইখ এবং ইউএসএসআর (সোভিয়েত ইউনিয়ন) দখলদারের নিয়ন্ত্রণে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানদের দখলদারির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১ লাখ ৩০ কোটি মার্কিন ডলার দাবি করেছে পোল্যান্ড। এর মধ্যে রয়েছে হলোকাস্টের সময় ইহুদি নিধনের ঘটনাও।
আজ সোমবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত একটি সরকারি নোটে স্বাক্ষর করেছেন।
মন্ত্রী জেবিগনিউ রাউ গণমাধ্যমকে বলেছেন, নোটটি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ওয়ারশতে একটি নিরাপত্তা সম্মেলনে রয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সেখানে তাঁর সঙ্গে বৈঠকের প্রাক্কালে ক্ষতিপূরণের নোটে স্বাক্ষর করেন রাউ।
রাউ বলেন, ‘১৯৩৯-৪৫ পর্যন্ত দখলের প্রভাবগুলোর বিষয়ে উভয় পক্ষ থেকে কোনো বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া উচিত। এবং এটি আমলে নেওয়া যে দখলদারির প্রভাব “স্থায়ী এবং জটিল”, এ ব্যাপারে আইনিভাবে বাধ্যতামূলক এবং সেই সঙ্গে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। এ বিষয়গুলোতে নোটে পোল্যান্ডের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।’
জার্মানি ক্ষতিপূরণের পাশাপাশি লুট হওয়া শিল্পকর্ম এবং সংরক্ষণাগারগুলোর সমস্যা সমাধান করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী।
পোল্যান্ডের বর্তমান ডানপন্থী সরকার জোর দিয়ে বলে আসছে, যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য পোল্যান্ডের ক্ষতিপূরণ পাওনা আছে। তবে বার্লিন বলছে, পোল্যান্ডসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এরই মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং এটি একটি মীমাংসিত বিষয়।
গত ১ সেপ্টেম্বর যুদ্ধের ৮৩ তম বার্ষিকীতে পোল্যান্ড সরকার ক্ষয়ক্ষতির ওপর একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ক্ষতির পরিমাণ ১ লাখ ৩০ হাজার কোটি ডলার বলে নিরূপণ করা হয়।
গত টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বহু গ্রাম গ্রামে নৃশংসতা চালায় নাৎসি বাহিনী। এর মধ্যে অন্যতম ইহুদি অধ্যুষিত জেদওয়াবন গ্রাম। সেখানে ৩০০ জনের বেশি ইহুদিকে নাৎসি সমর্থক পোলদের দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। জার্মান আগ্রাসনের সময় জেদওয়াবন ছিল তৃতীয় রাইখ এবং ইউএসএসআর (সোভিয়েত ইউনিয়ন) দখলদারের নিয়ন্ত্রণে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৪ ঘণ্টা আগে