সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
২ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৪ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে