Ajker Patrika

রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি জে কে রাওলিংকে

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪: ১১
রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি জে কে রাওলিংকে

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’ 

এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ 

এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’ 

এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি। 

ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত