অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আজ বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এই দাবি করেন। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভিতালি ক্লিৎস্কো বলেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’
কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ‘বিমান নিরাপত্তাব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।’
কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।
ওলেক্সি গনচারেঙ্কো নামে ইউক্রেনের এক রাজনীতিবিদ টুইট বার্তায় বলেন, তিনি স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘ভোরে অ্যালার্ম নয়, বিস্ফোরণের শব্দে ইউক্রেনীয়দের ঘুম ভেঙেছে। প্রতিবেশী রাশিয়াকে ধন্যবাদ! শুভ সকাল!’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ চাওয়ার পরই কিয়েভে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।
এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাঁদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আজ বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এই দাবি করেন। তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভিতালি ক্লিৎস্কো বলেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’
কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ‘বিমান নিরাপত্তাব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।’
কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।
ওলেক্সি গনচারেঙ্কো নামে ইউক্রেনের এক রাজনীতিবিদ টুইট বার্তায় বলেন, তিনি স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘ভোরে অ্যালার্ম নয়, বিস্ফোরণের শব্দে ইউক্রেনীয়দের ঘুম ভেঙেছে। প্রতিবেশী রাশিয়াকে ধন্যবাদ! শুভ সকাল!’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ চাওয়ার পরই কিয়েভে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।
এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাঁদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন।
ছাত্র বিক্ষোভের সমর্থনে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছেন বিরোধী আইনপ্রণেতারা। যা দেশটির চলমান সরকারবিরোধী বিক্ষোভের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার পার্লামেন্টে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে একজন আইনপ্রণেতা
১৩ মিনিট আগেচীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও। দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন—চীন যে কোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়া
১ ঘণ্টা আগেকাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
২ ঘণ্টা আগে