Ajker Patrika

অধিকৃত মেলিতোপোলে ইউক্রেনের হামলা

অধিকৃত মেলিতোপোলে ইউক্রেনের হামলা

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চল মেলিতোপোলের একটি সামরিক ব্যারাকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এসব হামলা চালানো হয়। প্রতিবেদন সিএনএনের। 

মেলিতোপোলে হামলার বিষয়ে রাশিয়ার নিয়োগ করা প্রশাসনের প্রধান আলেক্সি কুলেমজিন জানান, শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

সিএনএন বলছে, এ বছরের মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপোল দখল করে শক্ত ঘাঁটি গেড়েছে রুশ বাহিনী। শনিবার হিমার্স রকেট লঞ্চার দিয়ে শহরটিতে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালান ইউক্রেনীয় সেনারা। 

মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদেরভ একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র শহরের একটি চার্চে আঘাত হেনেছে। সেখানে রুশ সেনারা অবস্থান করছিলেন। 

এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায়ও রুশ সেনাদের একটি ব্যারাকে ইউক্রেন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। তবে সিএনএন ক্রিমিয়ায় হামলার খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

অন্যদিকে শনিবার কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের বন্দর নগরী ওডেসার বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 

এ পরিস্থিতিকে খুব কঠিন বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ‘এই মুহূর্তে ওডেসায় বিদ্যুৎ নেই। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত