প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩২ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ ঘণ্টা আগে