প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৫ ঘণ্টা আগে