Ajker Patrika

যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে, পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আপডেট : ১৮ জুন ২০২৩, ১০: ৫০
যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে, পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে।’ বর্তমানে রামাফোসা রাশিয়া সফর করছেন। আফ্রিকার ছয়টি দেশের সঙ্গে শান্তি মিশনের অংশ হিসেবে শনিবার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করার সময় রামাফোসা এ কথা বলেন। বিবিসির খবরে এমনটা জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রতিনিধিদলটির নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন। এ জন্য তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।

কিন্তু পুতিন ওই সময় দাবি করেন, তারা আলোচনা করতে চাইলেও ইউক্রেনই সব সময় এটি প্রত্যাখ্যান করেছে।  

আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ‘এই যুদ্ধ শেষ করতে হবে। আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে হবে। আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তাঁর প্রতিনিধিদল খুব স্পষ্ট বার্তা নিয়ে এসেছে। আর সেটা হলো, এই যুদ্ধ শেষ করতে হবে।’

বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছেন,  ইউক্রেনের সঙ্গে যেন আরও বেশি যুদ্ধবন্দী বিনিময় করেন এবং যেসব ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে, তাদের দ্রুত সময়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।

পুতিন বলেন, ‘এসব শিশুকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে রাশিয়ায় আশ্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে। শিশুরা হলো পবিত্র। আমরা তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছি, তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত