Ajker Patrika

নতুন বছরের উৎসবের মধ্যে রাশিয়ায় হাজারো অভিবাসী আটক 

অনলাইন ডেস্ক
নতুন বছরের উৎসবের মধ্যে রাশিয়ায় হাজারো অভিবাসী আটক 

নতুন বছরের উৎসবের মধ্যে রাশিয়ায় হাজারো অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে দেশে পাঠানো হচ্ছে। গতকাল সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা রিয়ার প্রতিবেদন অনুসারে, নতুন বছর শুরুর আগের দিন সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গে অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার অভিবাসীকে আটক করা হয়। 

এক আইন প্রয়োগকারী সংস্থাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ৬০০ জনেরও বেশি অভিবাসী অভিবাসন আইনের লঙ্ঘন করে রাশিয়ায় রয়েছেন। শতাধিক অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। 

রাশিয়ার অনলাইন সংবাদমাধ্যম সোতার প্রতিবেদন অনুসারে, মস্কোতে আটক করা অভিবাসীদের মধ্যে সান্তা ক্লজের বেশে থাকা তাজিকিস্তানের এক ব্যক্তিও ছিলেন।

রাশিয়ার মধ্য–পশ্চিমের শহর চেলিয়াবিনস্কে অবস্থিত রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা দ্য ইনভেস্টিগেটিভ কমিটি বলছে, রাশিয়ার সৈন্য ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে ‘গুন্ডামি’ করার জন্য তিন অভিবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

দ্য কমিটি বলছে, রাশিয়ার ইউরাল পার্বত্য অঞ্চলের স্ভের্দলোভস্ক ও মস্কোতে অবৈধ অভিবাসী কর্মকাণ্ডের তদন্ত করতে অভিযান চালানো হচ্ছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়া থেকে অনেক অভিবাসী কাজের খোঁজে রাশিয়া আসে। 

গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াতে এক কোটিরও বেশি অভিবাসী শ্রমিক আছে। বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘অভিবাসীদের সমস্যা কোনো সহজ বিষয় নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত