শীতের শেষ নাগাদ জার্মানির প্রত্যেককে টিকা নেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্প্যান। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই শীতের শেষ নাগাদ জার্মানির প্রত্যেককে হয় টিকা দেওয়া হবে, সুস্থ বা মৃত-এই তিন ভাগে ভাগ করা হবে।'
করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের কবলে পড়েছে জার্মানি। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড পরিমাণ দৈনিক সংক্রমণ হচ্ছে জার্মানিতে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে রীতিমতো শয্যার সংকট শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ রবার্ট কোচ ইনস্টিটিউট হেলথ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার জার্মানিতে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৬৪৩ জন।
এ ছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ লাখ মানুষ, মারা গেছেন প্রায় ১ লাখ। এর মধ্যে সোমবার জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন।
সংক্রমণ-মৃত্যু বাড়তে থাকায় গত সপ্তাহ থেকে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে জার্মানিতে। সিনেমা হল, ব্যায়ামাগার ও রেস্তোরাঁগুলোতে টিকার ডোজ সম্পূর্ণ না করাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
তা ছাড়া, বিভিন্ন পেশাজীবীদের এরই মধ্যে বলে দেওয়া হয়েছে-সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হলে যে কোনো সময় হোম অফিসের ঘোষণা দিতে পারে সরকার
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে টিকার ডোজ সম্পূর্ণ করা মানুষের হার কম। অবারিত সুযোগ থাকা সত্ত্বেও দেশটিতে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৬৮ শতাংশ।
শীতের শেষ নাগাদ জার্মানির প্রত্যেককে টিকা নেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্প্যান। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই শীতের শেষ নাগাদ জার্মানির প্রত্যেককে হয় টিকা দেওয়া হবে, সুস্থ বা মৃত-এই তিন ভাগে ভাগ করা হবে।'
করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের কবলে পড়েছে জার্মানি। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড পরিমাণ দৈনিক সংক্রমণ হচ্ছে জার্মানিতে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে রীতিমতো শয্যার সংকট শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ রবার্ট কোচ ইনস্টিটিউট হেলথ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার জার্মানিতে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৬৪৩ জন।
এ ছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ লাখ মানুষ, মারা গেছেন প্রায় ১ লাখ। এর মধ্যে সোমবার জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন।
সংক্রমণ-মৃত্যু বাড়তে থাকায় গত সপ্তাহ থেকে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে জার্মানিতে। সিনেমা হল, ব্যায়ামাগার ও রেস্তোরাঁগুলোতে টিকার ডোজ সম্পূর্ণ না করাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
তা ছাড়া, বিভিন্ন পেশাজীবীদের এরই মধ্যে বলে দেওয়া হয়েছে-সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হলে যে কোনো সময় হোম অফিসের ঘোষণা দিতে পারে সরকার
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে টিকার ডোজ সম্পূর্ণ করা মানুষের হার কম। অবারিত সুযোগ থাকা সত্ত্বেও দেশটিতে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৬৮ শতাংশ।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে