Ajker Patrika

জাহাজের ধাক্কায় সেতু ভেঙে দুই ভাগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ১৭
জাহাজের ধাক্কায় সেতু ভেঙে দুই ভাগ

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝোউতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সেতুতে থাকা একটি বাসসহ পাঁচটি গাড়ি নদীতে পড়ে গেছে। এ ঘটনায় একজন আহতসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জাহাজের ক্যাপ্টেনকে আটক এবং ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষ ও যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক ফুটেজে দেখা যায়, সেতুর একটি অংশ ভেঙে গেছে এবং জাহাজটি এর নিচে আটকা পড়ে আছে। তবে ভিডিওতে জাহাজটি মালামাল বহন করছিল বলে মনে হয়নি।

সিসিটিভি বলছে, সেতুটি সংস্কারের কথা থাকলেও এর পরিকল্পনা তিনবার স্থগিত করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে সেতুর কাঠামোগত সুরক্ষা নিশ্চিতে ‘সংঘর্ষ এড়ানোর অবকাঠামো’ নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করে প্রাদেশিক কর্তৃপক্ষ। 

প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে সেতুটি নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও সেই সময়সীমা প্রথমে ২০২৩ সালের আগস্ট এবং পরে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

নানশা জেলার গুয়াংঝোউ পার্ল নদীর বদ্বীপে অবস্থিত এবং চীনের মূল ভূখণ্ডের ব্যস্ততম সমুদ্রবন্দরগুলোর মধ্যে একটি। নানশা দক্ষিণ চীনের দ্রুততম ক্রমবর্ধমান একটি বন্দর। ২০০৪ সালে এটি চালু হওয়ার পর থেকে প্রতিবছর পণ্যবাহী জাহাজের সংখ্যা বেড়েই চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত