Ajker Patrika

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎ করছেন সি-পুতিন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০: ৩৫
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎ করছেন সি-পুতিন 

আগামী সপ্তাহে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার খড়্গ থাকায় এ দুই মৈত্রী দেশের শীর্ষ নেতাদ্বয়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল-জাজিরা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে জানিয়েছে, চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই দেনিসভ গত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, এখনো পর্যন্ত আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই হতে পারে সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর। 

বৈঠকটি চীন ও রাশিয়ার মধ্যকার সাম্প্রতিক সময়ের উষ্ণ সম্পর্কের সর্বশেষ নিদর্শন। দেশ দুটি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নিজেদের এগিয়ে নিতে ‘সীমাহীন’ বন্ধুত্বের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কথায় আটকে না থেকে বিভিন্ন উদ্যোগের মধ্যে এর প্রমাণও রাখার চেষ্টা করছে। 

এদিকে, গত সপ্তাহের মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, তারা মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ও রাশিয়ার মুদ্রা রুবল দিয়ে গ্যাস ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে উঠতে মার্কিন অর্থব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে মস্কো ও বেইজিং এই উদ্যোগ নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত