চীনে হেবেই প্রদেশে সহপাঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই স্কুলশিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ ঝ্যাং ও লি নামের ১৩ বছর বয়সী দুই কিশোর তাদের সহপাঠী ওয়াংকে হত্যার পরিকল্পনা করে। একটি পরিত্যক্ত সবজি চাষের গ্রিনহাউসে নিয়ে ওয়াংকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে তাঁকে মাটি চাপা দেয়।
আজ সোমবার এ মামলার রায় জানিয়ে আদালত এ ঘটনাকে নৃশংস ও নিকৃষ্ট হিসেবে অভিহিত করেন।
ওয়াংয়ের পরিবার ও আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে তিন সহপাঠীর অত্যাচারের শিকার হচ্ছিলেন ওয়াং। ঝাং ও লির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। এ ঘটনায় মাও নামে আরেকজন শিক্ষার্থী জড়িত ছিলেন।
প্রতিবেদনে জানা যায়, হত্যার দিন ঝাং স্কুটারে করে ওয়াংকে গ্রিনহাউসে নিয়ে যায়। লি আর মাও আলাদা স্কুটারে করে সেখানে আসে। সেখানে ঝাং কুড়াল দিয়ে ওয়াংকে আঘাত করে। লি তখন ঝ্যাংকে সাহায্য করে। এসব দেখে মাও ঘটনাস্থল ত্যাগ করে। ঝাং ও লি মিলে ওয়াংকে মাটি চাপা দেয়। তারপর ওয়াংয়ের উইচ্যাট থেকে টাকা সরিয়ে নিজের ও লির অ্যাকাউন্টে নেয় ঝাং।
আদালত জানান, ওয়াংকে হত্যার পরিকল্পনা ছিল ঝাংয়ের। অন্যদের এ কাজে প্ররোচিত করেছিলেনও তিনি। লি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং ঝাংয়ের সঙ্গে টাকা ভাগ করেছিলেন। তাই তাঁদের যথাক্রমে যাবজ্জীবন ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মাওকে কিশোর অপরাধী সংশোধন ও শিক্ষা কার্যক্রমের আওতায় নেওয়া হবে।
সোমবার এ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পক্ষে—বিপক্ষে মত দিতে থাকেন।
ওয়াংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘একজন পিতা হিসেবে, আমি সত্যিই সেই শিশুটির জন্য দুঃখিত।’ আরেক উইবো ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক!’
সাম্প্রতিক সময়ে চীনজুড়ে ঘটে যাওয়া গণহত্যার ভীতি প্রকাশ করে উইবোতে একজন লেখেন, ‘যার মাত্র ১২ বছরের সাজা হয়েছে, সে যখন মুক্তি পাবে তখন বয়সে তরুণ হয়ে যাবে। তখন সে সমাজের প্রতি প্রতিশোধ নেবে না—এই আশাই করি।’
চীনে হেবেই প্রদেশে সহপাঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই স্কুলশিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ ঝ্যাং ও লি নামের ১৩ বছর বয়সী দুই কিশোর তাদের সহপাঠী ওয়াংকে হত্যার পরিকল্পনা করে। একটি পরিত্যক্ত সবজি চাষের গ্রিনহাউসে নিয়ে ওয়াংকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে তাঁকে মাটি চাপা দেয়।
আজ সোমবার এ মামলার রায় জানিয়ে আদালত এ ঘটনাকে নৃশংস ও নিকৃষ্ট হিসেবে অভিহিত করেন।
ওয়াংয়ের পরিবার ও আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে তিন সহপাঠীর অত্যাচারের শিকার হচ্ছিলেন ওয়াং। ঝাং ও লির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। এ ঘটনায় মাও নামে আরেকজন শিক্ষার্থী জড়িত ছিলেন।
প্রতিবেদনে জানা যায়, হত্যার দিন ঝাং স্কুটারে করে ওয়াংকে গ্রিনহাউসে নিয়ে যায়। লি আর মাও আলাদা স্কুটারে করে সেখানে আসে। সেখানে ঝাং কুড়াল দিয়ে ওয়াংকে আঘাত করে। লি তখন ঝ্যাংকে সাহায্য করে। এসব দেখে মাও ঘটনাস্থল ত্যাগ করে। ঝাং ও লি মিলে ওয়াংকে মাটি চাপা দেয়। তারপর ওয়াংয়ের উইচ্যাট থেকে টাকা সরিয়ে নিজের ও লির অ্যাকাউন্টে নেয় ঝাং।
আদালত জানান, ওয়াংকে হত্যার পরিকল্পনা ছিল ঝাংয়ের। অন্যদের এ কাজে প্ররোচিত করেছিলেনও তিনি। লি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং ঝাংয়ের সঙ্গে টাকা ভাগ করেছিলেন। তাই তাঁদের যথাক্রমে যাবজ্জীবন ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মাওকে কিশোর অপরাধী সংশোধন ও শিক্ষা কার্যক্রমের আওতায় নেওয়া হবে।
সোমবার এ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পক্ষে—বিপক্ষে মত দিতে থাকেন।
ওয়াংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘একজন পিতা হিসেবে, আমি সত্যিই সেই শিশুটির জন্য দুঃখিত।’ আরেক উইবো ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক!’
সাম্প্রতিক সময়ে চীনজুড়ে ঘটে যাওয়া গণহত্যার ভীতি প্রকাশ করে উইবোতে একজন লেখেন, ‘যার মাত্র ১২ বছরের সাজা হয়েছে, সে যখন মুক্তি পাবে তখন বয়সে তরুণ হয়ে যাবে। তখন সে সমাজের প্রতি প্রতিশোধ নেবে না—এই আশাই করি।’
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের চলমান দ্বন্দ্ব নতুন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
১৫ মিনিট আগেইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চারটি মৃতদেহের মধ্যে একটির পরিচয় নিয়ে ইসরায়েল দাবি করেছে—এটি গাজায় আটক কোনো জিম্মির দেহ নয়।
১ ঘণ্টা আগেপ্রায় চার দিনের সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগেবিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
২ ঘণ্টা আগে