চীনে হেবেই প্রদেশে সহপাঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই স্কুলশিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ ঝ্যাং ও লি নামের ১৩ বছর বয়সী দুই কিশোর তাদের সহপাঠী ওয়াংকে হত্যার পরিকল্পনা করে। একটি পরিত্যক্ত সবজি চাষের গ্রিনহাউসে নিয়ে ওয়াংকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে তাঁকে মাটি চাপা দেয়।
আজ সোমবার এ মামলার রায় জানিয়ে আদালত এ ঘটনাকে নৃশংস ও নিকৃষ্ট হিসেবে অভিহিত করেন।
ওয়াংয়ের পরিবার ও আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে তিন সহপাঠীর অত্যাচারের শিকার হচ্ছিলেন ওয়াং। ঝাং ও লির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। এ ঘটনায় মাও নামে আরেকজন শিক্ষার্থী জড়িত ছিলেন।
প্রতিবেদনে জানা যায়, হত্যার দিন ঝাং স্কুটারে করে ওয়াংকে গ্রিনহাউসে নিয়ে যায়। লি আর মাও আলাদা স্কুটারে করে সেখানে আসে। সেখানে ঝাং কুড়াল দিয়ে ওয়াংকে আঘাত করে। লি তখন ঝ্যাংকে সাহায্য করে। এসব দেখে মাও ঘটনাস্থল ত্যাগ করে। ঝাং ও লি মিলে ওয়াংকে মাটি চাপা দেয়। তারপর ওয়াংয়ের উইচ্যাট থেকে টাকা সরিয়ে নিজের ও লির অ্যাকাউন্টে নেয় ঝাং।
আদালত জানান, ওয়াংকে হত্যার পরিকল্পনা ছিল ঝাংয়ের। অন্যদের এ কাজে প্ররোচিত করেছিলেনও তিনি। লি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং ঝাংয়ের সঙ্গে টাকা ভাগ করেছিলেন। তাই তাঁদের যথাক্রমে যাবজ্জীবন ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মাওকে কিশোর অপরাধী সংশোধন ও শিক্ষা কার্যক্রমের আওতায় নেওয়া হবে।
সোমবার এ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পক্ষে—বিপক্ষে মত দিতে থাকেন।
ওয়াংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘একজন পিতা হিসেবে, আমি সত্যিই সেই শিশুটির জন্য দুঃখিত।’ আরেক উইবো ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক!’
সাম্প্রতিক সময়ে চীনজুড়ে ঘটে যাওয়া গণহত্যার ভীতি প্রকাশ করে উইবোতে একজন লেখেন, ‘যার মাত্র ১২ বছরের সাজা হয়েছে, সে যখন মুক্তি পাবে তখন বয়সে তরুণ হয়ে যাবে। তখন সে সমাজের প্রতি প্রতিশোধ নেবে না—এই আশাই করি।’
চীনে হেবেই প্রদেশে সহপাঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই স্কুলশিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ মার্চ ঝ্যাং ও লি নামের ১৩ বছর বয়সী দুই কিশোর তাদের সহপাঠী ওয়াংকে হত্যার পরিকল্পনা করে। একটি পরিত্যক্ত সবজি চাষের গ্রিনহাউসে নিয়ে ওয়াংকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে তাঁকে মাটি চাপা দেয়।
আজ সোমবার এ মামলার রায় জানিয়ে আদালত এ ঘটনাকে নৃশংস ও নিকৃষ্ট হিসেবে অভিহিত করেন।
ওয়াংয়ের পরিবার ও আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে তিন সহপাঠীর অত্যাচারের শিকার হচ্ছিলেন ওয়াং। ঝাং ও লির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। এ ঘটনায় মাও নামে আরেকজন শিক্ষার্থী জড়িত ছিলেন।
প্রতিবেদনে জানা যায়, হত্যার দিন ঝাং স্কুটারে করে ওয়াংকে গ্রিনহাউসে নিয়ে যায়। লি আর মাও আলাদা স্কুটারে করে সেখানে আসে। সেখানে ঝাং কুড়াল দিয়ে ওয়াংকে আঘাত করে। লি তখন ঝ্যাংকে সাহায্য করে। এসব দেখে মাও ঘটনাস্থল ত্যাগ করে। ঝাং ও লি মিলে ওয়াংকে মাটি চাপা দেয়। তারপর ওয়াংয়ের উইচ্যাট থেকে টাকা সরিয়ে নিজের ও লির অ্যাকাউন্টে নেয় ঝাং।
আদালত জানান, ওয়াংকে হত্যার পরিকল্পনা ছিল ঝাংয়ের। অন্যদের এ কাজে প্ররোচিত করেছিলেনও তিনি। লি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং ঝাংয়ের সঙ্গে টাকা ভাগ করেছিলেন। তাই তাঁদের যথাক্রমে যাবজ্জীবন ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মাওকে কিশোর অপরাধী সংশোধন ও শিক্ষা কার্যক্রমের আওতায় নেওয়া হবে।
সোমবার এ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পক্ষে—বিপক্ষে মত দিতে থাকেন।
ওয়াংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘একজন পিতা হিসেবে, আমি সত্যিই সেই শিশুটির জন্য দুঃখিত।’ আরেক উইবো ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক!’
সাম্প্রতিক সময়ে চীনজুড়ে ঘটে যাওয়া গণহত্যার ভীতি প্রকাশ করে উইবোতে একজন লেখেন, ‘যার মাত্র ১২ বছরের সাজা হয়েছে, সে যখন মুক্তি পাবে তখন বয়সে তরুণ হয়ে যাবে। তখন সে সমাজের প্রতি প্রতিশোধ নেবে না—এই আশাই করি।’
২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
৮ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৯ ঘণ্টা আগে