অনলাইন ডেস্ক
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুস গত কয়েক দিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। চার দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা
১০ মিনিট আগেইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা একটি জাহাজ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) জানিয়েছে, তারা চারটি লাইফবোট দল ঘটনাস্থলে পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেনেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে একটি শোভাযাত্রার আয়োজন করেছিল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)। কিন্তু এই আয়োজনের কারণে পরিবেশের ক্ষতি করার দায়ে দলটিকে ১ লাখ রুপি জরিমানা করেছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার সরকারি সহযোগিতায় পরিচালিত হ্যাকারদের একটি দল সম্প্রতি ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্রিপটো হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে। ওই হ্যাকারেরা ক্রিপটো এক্সচেঞ্জ ‘বাইবিট’ থেকে ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলার মূল্যের ডিজিটাল টোকেন চুরি করেছে। সোমবার বিবিসি জানিয়েছে, চুরি করা ওই অর্থের মধ্য থেকে ইতিমধ্যে ৩০
২ ঘণ্টা আগে