Ajker Patrika

পরীক্ষায় ফেল করায় ক্ষিপ্ত হয়ে স্কুলে হামলা, ছুরিকাঘাতে ৮ জনকে খুন

ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ হামলার ঘটনা ঘটে। ছবি: এএফপি
ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ হামলার ঘটনা ঘটে। ছবি: এএফপি

চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ইয়িংশিংয়ের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২১ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ছাত্র। এ বছর তাঁর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এক সঙ্গে এতজনের মৃত্যুর ঘটনা বিরল।

এই সপ্তাহের শুরুর দিকে চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় স্টেডিয়ামে গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪৩ জনের বেশি।

এছাড়া গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। এর আগে সেপ্টেম্বর মাসে শেনজেন শহরে এক জাপানি স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত