Ajker Patrika

‘ছোট একটি গ্রুপ বিশ্ব শাসন করবে সেই দিন আর নেই’

আপডেট : ১৩ জুন ২০২১, ১৪: ৫৫
‘ছোট একটি গ্রুপ বিশ্ব শাসন করবে সেই দিন আর নেই’

ঢাকা: বিশ্বে চীনের প্রভাব মোকাবিলায় নতুন পরিকল্পনা দিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭। এর প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জি–৭-এর মতো ছোট একটি গ্রুপ বিশ্ব শাসন করবে, সেই দিন এখন আর নেই। আজ রোববার লন্ডনের চীনা দূতাবাসের একজন মুখপাত্র এমনটি বলেন।

লন্ডনের চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ‘ছোট একটি গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করে দেবে, সেই দিন আর নেই। আমরা বিশ্বাস করি ছোট, বড়, ধনী অথবা দরিদ্র সব দেশই সমান।’

জানা গেছে, গতকাল শনিবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) বিকল্প আরেকটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭। এ নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নতুন ওই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা করা হবে।

এ ছাড়া জি–৭ সম্মেলনে অংশ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বিশ্বে চীনের প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

জি–৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অব সেভেন, বা সাতটি দেশের দল। জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ। রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়। চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা কখনো এই জোটের সদস্য ছিল না।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত