চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগেদক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই
২১ মিনিট আগেসম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৩২ মিনিট আগেরাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এখন আমাদের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস পাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুত থাকার বিষয়টি। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের জন্য ‘অ্যাবসলিউট সিকিউরিটি’ বা ‘পরম নিরাপত্তা’
২ ঘণ্টা আগে