Ajker Patrika

চীনে কয়লা খনি ধসে নিহত ৪, নিখোঁজ অর্ধশত

চীনে কয়লা খনি ধসে নিহত ৪, নিখোঁজ অর্ধশত

চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া এখনো নিখোঁজ অর্ধশত মানুষ। ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। 

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লা খনিতে গতকাল বুধবার ধসের ঘটনা ঘটে। এখনো অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে হঠাৎই খনিতে ধসের ঘটনা ঘটে। এর পর উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে সন্ধ্যায় নতুন করে ভূমিধসের পর স্থগিত রাখা হয় অভিযান। এবং বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ফের শুরু হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে ঘটনার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। সি বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে আমাদের সম্ভাব্য সব উপায় প্রয়োগ করতে হবে। আর আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত