Ajker Patrika

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০: ১৭
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার প্রথম প্রহরে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মাত্র সাত মাস আগেই চীনে প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হতো লি কেকিয়াংকে। তিনি নীতিগতভাবে অর্থনীতি ও বাজারব্যবস্থার উদারীকরণের পক্ষে ছিলেন। সি চিন পিংয়ের অধীনে টানা ১০ বছর চীনের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন লি কেকিয়াং। 
 
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগত কয়েক দিন ধরেই কমরেড লি কেকিয়াং সাংহাইয়ে বিশ্রামে ছিলেন। কিন্তু গত ২৬ অক্টোবর আকস্মিক তাঁর হার্ট অ্যাটাক হয়। অনেক চেষ্টার পরও তাঁর হৃৎপিণ্ড সক্রিয় করতে ব্যর্থ হন এবং শুক্রবার প্রথম প্রহরে (১২টা ১০ মিনিটের দিকে) তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 
 
লি কেকিয়াং ১৯৫৫ সালে চীনের আনহুই প্রদেশের হেফেইয়ে জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে পড়ালেখা করেন চীনের প্রখ্যাত পিকিং ইউনিভার্সিটিতে। তৎকালীন চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা দেং জিয়াওপিংয়ের অধীনে সংস্কারের দশকের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক উদ্দীপনায় নিমজ্জিত ছিলেন লি কেকিয়াং। 

আইন বিষয়ে পড়াশোনা শেষ করে চীনা কমিউনিস্ট পার্টির যুবলীগে যোগ দেন। পরে তিনি চীনের হেনা প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন। চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও লি কেকিয়াংয়ের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। পরে ২০১২ সালে সি চিন পিং চীনের প্রেসিডেন্ট হলে লি কেকিয়াং যুবলীগ থেকে সরে কমিউনিস্ট পার্টিতে চলে আসেন। এবং ২০১৩ সালে চীনের প্রধানমন্ত্রী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত