চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৭ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৮ ঘণ্টা আগে