Ajker Patrika

চীনের নদী পাহারা দিচ্ছে এআই মাছ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২০: ৫৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তিগত অগ্রগতি এবার পরিবেশ রক্ষায় এক নতুন মাইলফলক ছুঁয়েছে। দেশটির একাধিক নদী ও জলাশয়ে পানিদূষণ পর্যবেক্ষণ ও নদী সুরক্ষায় মোতায়েন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘রোবট মাছ’। এই বিশেষ রোবট মাছগুলো স্বয়ংক্রিয়ভাবে নদীর নিচের পানি বিশ্লেষণ করতে সক্ষম, যা নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, রোবট মাছগুলো দেখতে অনেকটা আসল মাছের মতোই, তবে এগুলোতে বসানো হয়েছে উন্নত সেন্সর, ক্যামেরা ও এআই সিস্টেম। এসব প্রযুক্তির মাধ্যমে তারা পানিদূষণের মাত্রা, রাসায়নিক উপাদান, তাপমাত্রা ও জৈবদূষণ নির্ণয় করতে পারে। এরপর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কবার্তাও পাঠাতে পারে।

এই এআই রোবট মাছ প্রজেক্ট চালু করেছে চীনের একটি রোবটিকস প্রতিষ্ঠান, যা ইতিমধ্যে কিছু নদীতে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে। ভবিষ্যতে বড় পরিসরে এটি চালু করার পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো, পানিদূষণ রোধ, মাছ ও জলজ প্রাণীর জীবন রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পরিবেশ রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে, শিল্পাঞ্চলের নদীগুলোতে নিয়মিত দূষণের মাত্রা শনাক্ত করতে ও দ্রুত ব্যবস্থা নিতে এই রোবট মাছ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

পরিবেশবিদেরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং মনে করছেন, এমন প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশেও পরিবেশ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত